১- খুতবার অর্থ না বোঝা ।
জুমার খুতবা আরবি ভাষাতে
পাঠ করা সুন্নাত । বাংলা ভাষায় খুতবা পাঠ করা সুন্নাত পরিপন্থী । তাই বিভিন্ন মসজিদে লক্ষ্য করা যায় জুম্মার নামাজের আগে বাংলায় কিছুক্ষণ বক্তব্য রাখা হয় । তারপর আরবিতে খুতবা পাঠ করা হয় । তাই যখন আরবিতে খুতবা পাঠ করা হয় তখন মানুষ সেই সুন্দর আরবি শব্দ গুলি শুনতে থাকে কিন্তু অনেকেই অর্থ বুঝতে পারেনা । খুতবা শ্রবণ করা ওয়াজিব তাই সকলে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে থাকে । মুসল্লিগণ মধুর সুরে অর্থ ছাড়াই আরবি শব্দ গুলো শুনতে থাকে যার ফলে আস্তে আস্তে দুই চোখে ঘুম চেপে আসে ।
এছাড়াও অনেকে সকাল থেকে কঠোর পরিশ্রম করে থাকে , বিভিন্ন কাজে ছোটাছুটি করে থাকে । যার ফলে ক্লান্ত হয়ে যায় । অতঃপর তাড়াতাড়ি অজু গোসল সেরে মসজিদে গিয়ে উপস্থিত হয়ে থাকে । তাই জুমার খুতবা চলাকালীন অতিরিক্ত ক্লান্তির কারণে ঝিমাতে শুরু করে ।