ছুলি রোগের কারণঃ
১) গরম,,আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া।
২) প্রচুর ঘাম হওয়া।
৩) তৈলাক্ত ত্বক।
৪) দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করলে।
৫) এন্টিবায়োটিক জাতীয় ওষুধ অনেকদিন যাবত সেবন করলে।
৬) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে।
৭) অনিয়ন্ত্রিত ডায়াবেটিস।
৮) সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা তার ব্যবহৃত জিনিসপত্র শেয়ার করলে।
৯)যেখানে অধিক লোক বসবাস করে,যেমনঃ জেলখানা, হোস্টেল,ব্যারাক,মাদ্রাসা ইত্যাদি।
১০) গ্রীষ্ম ও বর্ষাকেলে বেশী হয়।