লাতিন আমেরিকার দেশগুলিতে মৃত প্রিয়জনদের স্মরণের এই রেওয়াজ (যা অল সোলস ডে বা ডে অফ দ্য ডেড নামে পরিচিত) প্রায় হাজার বছরের পুরনো!
নভেম্বরের প্রথম দুই দিন মেক্সিকো, স্পেনের বাসিন্দারা প্রথমে পরিবারের প্রিয়জনদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তার পর বিচিত্র সাজে সেজে মেতে ওঠেন উত্সদবে।
নভেম্বরের প্রথম দুই দিনে মেক্সিকো, স্পেনের হাজার হাজার বাসিন্দারা অদ্ভুৎ মেকআপ আর পোশাকে নিজেরাই ভূত, কঙ্কাল সেজে যোগ দেন ম্যাকাব্রেলি প্যারেডে।
লাতিন আমেরিকার দেশগুলির মতো অস্ট্রিয়াতেও ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত টানা এক সপ্তাহ পালিত হয় অল সোলস উইক। যদিও এই উৎসবের স্থানীয় নাম সেলিনোচে।
সেলিনোচে পালনের রীতি হল, পরিবারের মৃত প্রিয়জনদের আত্মার উদ্দেশ্যে টেবিলের ওপর খাবার, জল রেখে আলো জ্বেলে ঘুমোতে যান অস্ট্রিয়ানরা। নভেম্বরের এই সময়টায় ভারতের মতো বিশ্বের বিভিন্ন দেশেই মৃত প্রিয়জনদের স্মরণের রেওয়াজ রয়েছে ভিন্ন ভিন্ন নামে।