নেটওয়ার্কে কেবলের মধ্যে দিয়ে যখন সংকেত পাঠানো হয় তখন সংকেতটি একটি নির্দিষ্ট দূরত্ব পার করার পর দুর্বল হয়ে পড়ে এবং সংকেত থেকে তথ্য উদ্ধার অসম্ভব হয়ে পড়ে।
রিপিটারের কাজ হচ্ছে এ দুর্বল সংকেতকে চাঙ্গা করে তোলা অর্থাৎ সংকেতকে ইলেকট্রিক্যালি এমপ্লিফাই করে পুনরায় তা নেটওয়ার্কে প্রেরণ করে।