বেশিরভাগ সময় তিলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে বোঝানো হয়।কিন্তু অনেক সময় অতিরিক্ত তিল মুখসহ শরীরের সৌন্দর্য নষ্ট করে এবং বিরক্তির কারণ হয়ে ওঠে।এজন্য ঘরোয়া কিছু উপায়েও তিল দূর করা যায়।এর বৈজ্ঞানিক চিকিৎসাও রয়েছে যা ব্যয়বহুল।লেজার ট্রিটমেন্ট এর মাধ্যমে তিলসহ মুখের অবাঞ্ছিত দাগ তোলা সম্ভব।আবার আলু পিয়াজ বা মধু তিলের স্থানে প্রতিনিয়ত লাগালে তিল এর গাঢ় রং ধীরে ধীরে উঠে যেতে থাকে।আলু, পিঁয়াজের কষ তিল দুর করতে সাহায্য করে। অতিরিক্ত তিল স্কিন ক্যান্সারও ঘটাতে পারে।এজন্য সতর্ক থাকা জরুরি।