মানুষের জন্মের সময় মাথার খুলি বা স্ক্যাল্প সুগঠিত থাকে না। এসময় আটটি হাড্ডি আলাদা আলাদা থাকে। ফলে মাঝখানে যে ফাঁকা স্থান থাকে তাকেই ফন্টনেল বলে। সর্বমোট ৬ টি ফন্টানেল থাকে। ফন্টানেল গুলো মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে।
পরে বয়স বারার সাথে সাথে ক্যালসিফিকেশন এর মাধ্যমে ফন্তানল জোড়া লেগে যায়।