চোখ বন্ধ করে হাঁটলে আমরা যে সবসময় বৃত্তাকারে হাঁটি এমনটা সবসময় হয়ও না।যদি আমরা রাস্তা খুব ভালো চিনি বা প্র‍্যাক্টিস থাকে তাহলে আমরা সরলপথে হাঁটতে পারব।
বৃত্তাকারে আমাদের হাঁটার কারণ হলো আমরা চোখ বন্ধ করলে আমরা পথ দেখতে পারি না তাই বুঝতেও পারি না কোন পথ সঠিক।চোখ পঞ্চইন্দ্রিয়ের একটি।চোখ মস্তিষ্কে সিগন্যাল পাঠাতে পারে না তখন আমরা কোনদিকে হাঁটব বা হাঁটা উচিত তাই মূলত ভুলভাল পদক্ষেপ ফেলি বা বৃত্তাকারে হাঁটি।