"গ্র্যাভিটেশনাল ল্যান্সিং"
আইনস্টাইনের "সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব" এর একটি মজার ঘটনা এটি।
রাতের আকাশে তাকালে আমরা আমাদের Galaxy(আকাশগঙ্গা),পাশের Galaxy(এন্ড্রোমেডা) এর অগণিত নক্ষত্রকে তারারূপে দেখতে পাই।আমরা জানি আলো সবসময় সরলপথে গমন করে।কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অণুযায়ী,অতিভারী কোন বস্তু(যেমন সূর্য) স্হান কালের চাদরকে(সহজে বললে সূর্যের আশেপাশের জায়গাকে) বাঁকিয়ে দেয়।ফলে আলো আর সোজাসুজি গমন করতে পারেনা।বক্রপথে গমন করে।তাই সূর্যের পেছনে থাকা নক্ষত্রগুলো কেউ আমরা তারা রূপে দেখতে পাই!যেগুলো আমাদের দেখতে পাওয়ার কথা ছিলো না!
"গ্র্যাভিটেশনাল ল্যান্সিং" নামক এই প্রভাব টা না থাকলে আমাদের গ্রহের রাতের আকাশটা দেখতে এতো বেশি সুন্দর হতোনা!
#কালেক্টেড