MD Korban Ali -হাচির stimulation বহন করে ট্রাইজেমিনাল NERVE. যা optic বা চোখের nerver কাছে অবস্থান করে. তাই যখন হাচি দেই তখন extra pressure create হয়
।যার ফলে আমরা চোখ open রাখতে পারি না. আর রাখার চেষ্টা করলে চোখ বাহির হয়ে আসতে পারে. এই জন্য হাচি দেওয়ার সময় চোখ বন্ধ রাখি। আরো কিছু তথ্য জানা দরকার আপনার। হাচি দিলে হার্ট ২ মিলি সেকেন্ড এর জন্য বন্ধ হয়ে যায় জানেন কি?
হাঁচি হল আমাদের respiratory tract (শ্বাস যন্ত্রের)এর অনেক গুলো প্রতিরক্ষা কবচের একটি।আমাদের শরীররে যখন অনাকাংক্ষিত কোন বস্তু কনা বা জৈব কনা শ্বাস যন্ত্রের উপরিভাগে ঢুকে পড়ে, হাঁচির মাধ্যমে নাক দিয়ে ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে বাতাস এ এসব বের হয়ে আসে।
চোখ, নাক, মুখ সব একসাথে যুক্ত।পেটের এবডোমিনাল পেশী কাঁপে, বুকের পেশী কাঁপে, ফুসফুসের নিচে অবস্থিত ডায়াফ্রাম কাঁপে, গলার পেছনের পেশী কাঁপে, চোখের পেশীও কাঁপে। যে ভোকাল কর্ডের সাহায্যে কথা বলি তাও কাপে।