ব্রণ বা পিম্পল হবার পেছনে বেশ কয়েকটা কারণকে প্রধান হিসেবে বিবেচনা করে থাকেন বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম হচ্ছে - ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের এক ধরণের তেল বের হয়। এটা ত্বকের স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটলেই ব্রণের সৃষ্টি হয়। অর্থাৎ, মেকআপ বা নিত্যদিনের দূষণে ত্বকের পোরসে ময়লা জমে যায়। ফলে সেবাম অয়েল বের হতে পারে না, সেখানেই জমে ফুলে উঠে এবং ব্রণের সৃষ্টি করে। এমনকি ব্রণের কারণে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা লালচেভাবও দেখা দিতে পারে। এছাড়াও, হরমোনের পরিবর্তন, নিদ্রাহীনতা, ব্যাকটেরিয়া, যত্নের অভাব, না জেনেই ভুল পণ্য ব্যবহার করা ইত্যাদি কারণেও ত্বকে ব্রণ দেখা দেয়।