পরাগরেণু সাধারণত গােলাকার হয় এবং এদের ব্যাস ০.০২৫-০.২৫ মিমি পর্যন্ত হতে পারে। প্রতিটি পরাগরেণুর দুটি করে ত্বক থাকে। বাইরের ত্বকটি কিউটিনযুক্ত এবং পুরু, একে বহিঃত্বক (Exine) বলে। বহিঃত্বক বিভিন্নভাবে অলংকৃত (Ornamented) থাকে। ভেতরের ত্বক অপেক্ষাকৃত পাতলা এবং সেলুলােজ নির্মিত, একে অন্তঃত্বক (Intine) বলে। পরাগরেণুর সাইটোপ্লাজম থাকে ঘন এবং প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। পরাগরেণু বৃদ্ধি পেলে তার ভেতরে কোষ গহবর সৃষ্টি হয়, তখন নিউক্লিয়াস কোষ প্রাচীরের দিকে সরে যায়।