রাইবোজোমের প্রধান অংশ দুইটি- বড় সাবইউনিট এবং ছোট সাবইউনিট। প্রোটিন তৈরির সময় দুটি অংশ একত্রিত হয়ে পূর্ন রাইবোজোম তৈরি করে।এই সাবইউনিটগুলো আবার প্রোটিন ও RNA (rRNA) দিয়ে গঠিত।
প্রোটিন তৈরির সময় mRNA বরাবর রাইবোজোম সরতে থাকে এবং RNA এর অংশগুলোতে থাকা সংকেত অনুযায়ী অ্যামাইনো এসিড জোড়া লাগিয়ে পেপটাইড শিকল তৈরি করে।