শুধুমাত্র স্ত্রী মশারাই রক্তের জন্য মানুষ সহ অন্য প্রাণীদের কামড়ায়।
সাধারণত পুরুষ মশারা রক্ত খায় না বা রক্তের জন্য মানুষ অথবা অন্য প্রাণীদের কাউকে কামড়ায় না। তারা বিভিন্ন ফল ও গাছের রস খেয়ে জীবনধারণ করে। অন্যদিকে স্ত্রী মশা বা মশকীরাও বিভিন্ন ফল ও গাছের রস খেয়ে জীবনধারণ করে। কিন্তু তাদের বংশবৃদ্ধি করার জন্য বা ডিম পাড়ার জন্য এক ধরনের প্রোটিনের প্রয়োজন হয়। এই প্রোটিন সংগ্রহের জন্য তারা মানুষ সহ বিভিন্ন প্রাণীদের রক্ত খায় বা সংগ্রহ করে। মূলত এদের খাবার হলো পাতা,গাছ ও ফলের রস।