সহজ কথায় কাস্টম রম মানে হল আপনার অ্যান্ড্রয়েড
স্মার্টফোন অথবা ট্যাবলেট এর জন্য একটি বিকল্প
অপারেটিং সিস্টেম। বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড
ডিভাইস গুলোতে ম্যানুফ্যাকচারার কর্তৃক বিভিন্ন
ফার্মওয়্যার বা অপারেটিং সিস্টেম দেয়া থাকে, যেমন
স্যামসাঙ ডিভাইস গুলোতে Touchwiz এবং HTC ডিভাইস
গুলোতে Sense. কাস্টম রমে আপনি স্টক অপারেটিং
সিস্টেম এর তুলনায় অনেক বেশি কাস্টমাইজেশন সুবিধা
পাবেন। অর্থাৎ কাস্টম রমের মাধ্যমে স্টক রমের তুলনায়
আপনি আপনার ডিভাইসকে খানিকটা বেশি নিয়ন্ত্রণ
করার সুজগ পাবেন। এছাড়া কাস্টম রম আপনার ডিভাইসে
অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেটেড ভার্সন ইন্সটল করার
একটি সহজ পথ।