রেটিয়া মিরাবিলিয়া
রেটি (Rete) অর্থ জাল (Net)।
মিরাবিলিয়া (Mirabilia) অর্থ দুর্দান্ত জিনিস/ সুন্দর বা অদ্ভুত জিনিস (Wonderful Things)।
ব্যাখ্যাঃ রেটিয়া মিরাবিলিয়া অর্থ Wonderful Net.
রুই মাছের গ্যাসগ্রন্থিতে একঝাঁক ধমনী ও শিরা (কৈশিক জালিকা) থাকে।
ইন্ট্রেস্টিং ব্যাপার হলো- ধমনী ও শিরা রেললাইনের মতো পাশাপাশি সমান্তরালে থাকে। দুইটি ভিন্নধর্মী রক্তনালী পাশাপাশি সমান্তরালে থাকলেও তাদের রক্ত প্রবাহের দিক হয় পরস্পর উল্টো।।
নালী দুইটির আলাদা আলাদা তাপমাত্রা, আয়ন ও গ্যাস থাকে। পাশাপাশি থাকায় এরা পরস্পর তাপমাত্রা, আয়ন ও গ্যাস বিনিময় করে সাম্যবস্থা লাভ করতে পারে।
নোটঃ মানুষেও রেটিয়া মিরাবিলিয়া আছে। বৃক্কের নেফ্রন ও বৃক্কের অন্তঃস্থ রক্তনালীগুলোর মধ্যে উপরে উল্লেখিত প্রক্রিয়া ঘটে। এই প্রক্রিয়াকে বলা হয়- কাউন্টার কারেন্ট মেকানিজম (কাউন্টার কারেন্ট অর্থ বিপরীত প্রবাহ)।
RajibHS