পিজি৫ (PG5) হলো এখন পৃথিবীতে এখন পর্যন্ত সর্বাধিক বৃহত্তম ও স্থিতিশীল সিন্থেটিক অনু। এমনকি এই অনু সাইজে অনেকটা ভাইরাসের মতই বড়।
PG5 এর ব্যাস প্রায় ১০ ন্যানোমিটার হয়ে থাকে। এই অণুতে প্রায় ১৫ মিলিয়ন কার্বন এবং ৪০ মিলিয়ন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এর আণবিক ওজন প্রায় ২০০ মিলিয়ন গ্রাম/মোল। এটি পূর্ববর্তী রেকর্ডহোল্ডার পলিস্টারিন পলিমারগুলির চেয়ে অনেক বড়। তবে PG5 প্রাকৃতিক নয়। এই অনুকে ল্যাবে খুব সাবধানতাবশত তৈরি করা হয় যেন এর শাখাগুলো ভেঙে না যায়। এই অনুটি দেখতে অনেকটা টোবাকো মোজাইক ভাইরাসের মত হয়ে থাকে। বিজ্ঞানীরা বলেছেন PG5 এর বহুবিধ শাখার জন্য ড্রাগ তৈরিতে কাজে লাগে তবে এই অনুটি বড় হওয়ার ফলে এটি নিয়ে এখনো গবেষণা চলছে।