Mobin Sikder-বিমান থেকে আর্দ্র, উষ্ণ গ্যাসীয় পদার্থ নির্গত হয়। এসব গ্যাসে কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, সালফার সহ বিভিন্ন অক্সাইড, নাইট্রোজেন, অব্যবহৃত জ্বালানী থাকে। কিন্তু অনেক উচ্চতায় বায়ু চাপ এবং তাপমাত্রা জেট বিমান থেকে নির্গত গ্যাসের তুলনায় অনেক কম থাকে। ফলে নির্গস গ্যাসে বিদ্যমান জলীয় বাষ্প নিম্ন তাপমাত্রায় ঘনীভূত হয়ে জমে যেতে শুরু করে। যা সাদা মেঘের মত অবস্থা সৃষ্টি করে। একে দূর থেকে দেখলে আমাদের কাছে সাদা দাগের মত মনে হয়। জেট বিমানের সাদা মেঘের রেখা সৃষ্টি আর শীতকালে আমাদের নিঃশ্বাসের ধোঁয়া দেখতে পাওয়াটা প্রায় একই রকম। শীতকালে মুখ থেকে বের হওয়া উষ্ণ জলীয় বাষ্প ঠান্ডায় ঘনীভূত হয়ে যায় বলেই ধোঁয়ার মত দেখা যায়।