Nishat Tasnim -
Zöllner Illusion বলে একে। এটি একধরনের Optical Illusion। এর নাম রাখা হয়েছে এর আবিষ্কারক জ্যোতিঃপদার্থবিজ্ঞানী Johann Karl Friedrich Zöllner এর নামানুসারে রাখা হয়েছে। এই ইল্যুশনটিতে কতগুলো সমান্তরাল কোণাকুণি কালো লাইন আছে। এগুলোকে আবার ছোট ছোট কালো লাইন দিয়ে কাটা। ছোট ছোট কাটা লাইনগুলো আনুভূমিক ও উল্লম্ব করে দেওয়া। এর জন্য মাঝের লম্বা কালো লাইনগুলো দেখে মনে হয় এগুলো সমান্তরাল নয়। বাস্তবে এই লাইনগুলো সমান্তরাল।