শুধু গোলাপ ফুল নয়; বরং সব উদ্ভিদই সবুজ আলো শোষণ করে না। কিন্তু কেন? এ নিয়ে বিজ্ঞানীদের চিন্তা ভাবনার শেষ ছিল না। দীর্ঘদিন পর এর রহস্য বের করেন বিজ্ঞানীরা। তারা বলেন, উদ্ভিদ মূলত ফটোসিন্থেসিস তথা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে এবং এই প্রক্রিয়ায় উদ্ভিদ মোট আলোকশক্তির পরিমাণের উপর নির্ভর করে না বরঞ্চ আলোর ফোটন শক্তি ও ফোটনের সংখ্যার উপর নির্ভর করে।
উদ্ভিদ নিজের জন্য লাল আলো ও নীল আলো ব্যবহার করে কারন এই আলোর ফোটনের সংখ্যা ও শক্তি বেশি। সবুজ আলোর মধ্যে নেই কোনো ফোটন এবং নেই কোনো ফোটন শক্তি। তাই উদ্ভিদ সবুজ আলো শোষণ করে না।