কম্পিউটার অগ্রদূত (Computer Pioneer) ফারনান্দো কোর্বাতো (Fernando Corbato) ইউজার একাউন্ট ঠিকভাবে সংরক্ষণের জন্য ১৯৬০ সালে সর্বপ্রথম পাসওয়ার্ড এর ধারণাটি প্রবর্তন করেন। কারন তিনি মনে করেছিলেন পাসওয়ার্ড সিস্টেম চালু করলে মানুষ হয়তো আরও বেশি আগ্রহ পাবে এবং তাদের নিজস্ব ফাইল গুলো সুরক্ষিত রাখতে পারবেন। তাই তাকেই পাসওয়ার্ডের জনক বলা হয়। তিনি পরবর্তীতে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।