সক্রেটিস এর ও আগে ৫০০ খ্রিস্ট পুর্বাব্দে এনেক্সাগোরাস (Anaxagoras) নামের একজন দার্শনিক গ্রীক মিথলজির বাইরে যুক্তি, পর্যবেক্ষণ এবং বিজ্ঞানের ভিত্তিতে পৃথিবীর জন্ম , উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা দেন। তিনিই প্রথম ধারণা দেন যে, চাঁদের নিজের কোন আলো নেই। লেখক- গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়