না।মহাবিশ্ব বা স্পেসে বা যাই বলেন না কেন উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম নেই।এটি আমাদের গ্রহের চৌম্বকীয় মেরুর জন্য রয়েছে যা মহাবিশ্বে থাকাটা অপ্রাসঙ্গিক।কোন উত্তর বা দক্ষিণ বা উপরে বা নীচে কিচ্ছু নেই এর। মহাবিশ্ব-বিস্তৃত, এর কোনো চৌম্বকীয় ক্ষেত্র নেই, সুতরাং মহাবিশ্বের উপরে এবং নীচে নেই, কোনও কেন্দ্র নেই, কোনও কিনারা নেই।
আমরা সাধারণত উপর-নীচ বুঝি গ্র‍্যাভিটির তারতম্য এর জন্য।আর স্পেসে সব জায়গায় সমান গ্র‍্যাভিটি।