Saquib Sharif
সূর্যের সাদা আলো সাতটি বর্ণের সমন্বয়ে গঠিত। কোন বস্তু যুদ সাতটি বর্ণের আলোকরশ্মি র কোনটিকেই শোষণ না করে সবগুলোকেই প্রতিফলিত করে , তবে ঐ বস্তুকে সাদা দেখায় । আবার কোন বস্তু যদি সাদা আলোর সাতটি বর্ণকেই শোষণ করে নেয় তবে ঐ বস্তুটি থেকে কোন বর্ণের আলো প্রতিফলিত হয় না ।তাই বস্তুটি আমরা কালো দেখি।
কোন বস্তুর উপর আপতিত আলো থেকে বস্তু যে তরঙ্গ রশ্মিটা ফিরিয়ে দেয় বস্তুর রঙ হিসেবে আমরা তাই দেখি, ফিরিয়ে দেয়া আলোক তরঙ্গের শক্তি সে বস্তু সঞ্চয় করে না। কালো বস্তুর ক্ষেত্রে সে সব তরঙ্গের আলো শোষন করে নেয়। ফলে কালো বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি হয়