গ্রহগুলোর ভর ও সূর্য থেকে দূরত্বের উপর ভিত্তি করে।
গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে মহাকর্ষ বলের জন্য।কিন্তু সূর্যের ভর অনেক বেশি হওয়ায় গ্রহগুলোর ভর খুব একটা প্রভাব ফেলে না।কিন্তু প্রভাব ফেলে আসলে দূরত্ব।দূরত্ব যত বাড়ে মহাকর্ষ বলও তত কমতে থাকে।যার ফলে শুক্র থেকে পৃথিবীর,পৃথিবী থেকে ইউরেনাসের ঘূর্ণন বেগে তারতম্য দেখা দেয়।
এইগুলো অন্য গ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য।