আপনি কি নিজের দোষ স্বীকার করতে চান না? সবসময় নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দেন?
ধরুন আপনি অর্ধবার্ষিকী পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করলেন। কিন্তু আপনি বলতে গেলে পরীক্ষার জন্য পড়াশোনাই করেননি। পরীক্ষার হলে গিয়ে বন্ধুদের খাতা দেখে নকল করার মাধ্যমে আপনার এই সাফল্য। কিন্তু ভালো রেজাল্ট করার পর আপনার বন্ধুদেরকে আপনি আর চেনেনই না! নকল করা স্বত্ত্বেও সবাইকে বলে বেড়ালেন যে আপনার সততা এবং তীব্র পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। অর্থাৎ অন্যের ক্রেডিট বেমালুম নিজে নিয়ে নিলেন।
আবার ধরূন বার্ষিক পরীক্ষায় ফেইল করলেন। এবার আর বন্ধুরা নকল করতে সাহায্য করেনি। কিন্তু এবার নিজের দোষ থাকা সত্ত্বেও উল্টো নিজের বন্ধু এবং স্যারকেই দোষারোপ করা শুরু করে দিলেন। আপনার ভাষ্যমতে- ‘ আজ বন্ধুরা নকল করতে দেয়নি বলেই আমি ফেইল করেছি। স্যারেরও দোষ আছে। সে আমাকে ফেইল কেন করাবে, পাশের সুন্দর মেয়েটাকে তো ফেইল করালো না’
এই যে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিলেন, আবার নিজে কিছু না করেই ভালো কাজগুলোর ক্রেডিট নিয়ে নিলেন এটাকেই বিজ্ঞানের ভাষায় সেলভ সারভিং বায়াস বলে।
সেলভ সারভিং বায়াস কেন হয়?
সেলফ সারভিং বায়াস নিয়ে সর্বপ্রথম উল্লেখযোগ্য কাজ হয়েছিল ১৯৬০-এর দশকের শেষদিকে। এট্রিবিউশন বায়াস নামে আরেকটি বায়াসের ব্যাপারে গবেষণা করতে গিয়ে সেলফ সারভিং বায়াস সম্পর্কে তখন থিওরি দাঁড়া করানো হয়েছিল। এই গবেষণার সময়ে অস্ট্রিয়ার মনোবিজ্ঞানী ফ্রিৎজ হাইডার দেখেন যে, যেসব ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া সহজ নয়, সেখানে মানুষ আত্মমর্যাদাবোধ বজায় রাখতে সেলফ সারভিং বায়াসের শিকার হয়। সেলভ সারভিং বায়াস কেন ঘটে তার পিছনে গবেষকেরা গবেষণা করে কয়েকটি কারণ বের করেছেন।
★আত্মমর্যাদাবোধ – সাফল্য নিজেরা নিয়ে ব্যর্থতার দায় অন্যকে দিয়ে নিজের আত্মমর্যাদা বৃদ্ধি করা যায়।
★সেলভ প্রেজেন্টেশন – নিজেকে দুভাবে প্রেজেন্ট করা যায়। নিজের ব্যক্তিগত যে প্রতিচ্ছবি আমরা নিজের মধ্যে ধারণ করি সেটা অন্যের সাথে মেলানো এবং অন্যটি হচ্ছে, আরেকজনের পছন্দ ও প্রত্যাশার সাথে তা মেলানোর জন্যে। এক্ষেত্রে মানুষদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে অন্যজন তাকে নিয়ে কি ভাবছে?
নিজের সবচেয়ে ভালো/ পছন্দনীয় দিকটি অন্যজনের সামনে তুলে ধরাই তখন মূখ্য বিষয়৷ সেলভ প্রেজেন্টেশনও আত্মমর্যাদা বৃদ্ধিরই কাজ করছে ।
যদিও সেলফ সারভিং বায়াস অনেক বেশি সহজাত, তবুও এটা এড়ানোর কিছু উপায় রয়েছে।
★সচেতনতা – সচেতনতার মাধ্যমে সেলভ সারভিং বায়াস কমানো সম্ভব। যখন কোন মানুষ বায়াস সম্পর্কে জেনে থাকে তখন চিহ্নিত করা সহজ হয়ে উঠে।
★আত্মসহানুভূতি – নিজের প্রতি সহানুভূতি ধারণের মাধ্যমে সেলভ সারভিং বায়াস কমানো সম্ভব আত্মসহানুভূতির ফলে কেউ ব্যর্থ হলে তার নিজের প্রতি উদারতা বাড়ে। ফলে সে তার ভিতরে চাপা মানবতা অনুভব করতে পারে যে প্রতিটা মানুষেই কখনো না কখনো নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এটাই সত্য।
আনিকা আনতারা প্রধান | টিম সায়েন্স বী