অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে নিয়ন্ত্রণ হারানো চাইনিজ রকেট-টি আজ গ্রীনিচ মান সময় ভোর ২টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮ টা ২৪ মিনিট) পতিত হলো ভারত মহাসাগরে, মালদ্বীপের কাছাকাছি। চাইনিজ ন্যাশনাল স্পেস এজেন্সির তথ্য অনুসারে, পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সময়ই রকেটটির অনেক অংশ পুড়ে গেছে, এর পতিত হবার লোকেশনটি হলো ৭২.৪৭° পূর্ব দ্রাঘিমাংশ ও ২.৬৫° উত্তর অক্ষাংশ। যা মালদ্বীপের কাছাকাছি পশ্চিম দিকে ভারত মহাসাগরের অংশ।
মে-এর ৪ তারিখ সর্বপ্রথম এই নিয়ন্ত্রণ হারানো রকেটটির খবর পাওয়া যায়। রকেটটির নাম- ‘লং মার্চ ৫বি‘ রকেট। হুনান থেকে গত ২৯ এপ্রিল এটি উৎপেক্ষণ করা হয়। রকেটটি সফল ভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করতে পারলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর থেকে এটি পৃথিবীর কক্ষপথে ঘুরে চলছিলো। এর ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যার ঘুর্ণন কক্ষপথের ব্যাস প্রতিনিয়তই কমে আসছিলো।
The absence of new data sets could indicate #LongMarch5B reentered. This fits both our own latest prediction’s uncertainty range and @SpaceTrackOrg predictions. Without confirmed video footage, a decay message or a new data set, we cannot yet confirm. We’re still watching. https://t.co/F7Cvt1LvEq
— The Aerospace Corporation (@AerospaceCorp) May 9, 2021
সর্বশেষ গতকাল লাইভ ট্র্যাকিং এ দেখা যায়, রকেটের কোর পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে প্রায় ৭ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। লাইভ ট্রাকিংয়ে দেখা গেছে এই রকেট কোরের কক্ষপথ বারবারই পরিবর্তন হয়ে যাচ্ছিলো, তাই কেউই নিশ্চিত হতে পারছিলেন না এটা কোথায় পড়বে। পৃথিবীর বিভিন্ন দেশ হয়ে এটি বাংলাদেশের মোট ৭ টি জেলার ওপর দিয়ে অতিক্রম করেছে, জেলাগুলো হলো, যশোর তারপর মাগুরা, রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সর্বশেষ নেত্রকোনা।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুসারে, চাইনিজ রকেট-টির কারনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বায়ুমন্ডলে প্রবেশের সময় বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে ভেঙে যাওয়া টুকরো গুলোর মাঝে সবচেয়ে বড় টুকরোটি পড়েছে মালদ্বীপের কাছে, আর বাকি টুকরো গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম দিকে সমুদ্রে।
যুক্তরাষ্ট্রের সামরিক তথ্য গ্রহণ করে পর্যবেক্ষণকারী সংস্থা স্পেস-ট্রাক রকেটের বায়ুমণ্ডলে প্রবেশের তথ্য নিশ্চিত করেছে।
একটি টুইট বার্তায় সংস্থাটি বলছে, ”যারা লং মার্চ ফাইভবি-র পৃথিবীতে প্রবেশের বিষয়টি নজরদারি করছিলেন, তারা সবাই এখন আরাম করতে পারেন। রকেটটি ধ্বংস হয়েছে।”
Everyone else following the #LongMarch5B re-entry can relax. The rocket is down. You can see all relevant information and updates here on Twitter/Facebook, so there is no need to keep visiting the space-track dot org website.
— Space-Track (@SpaceTrackOrg) May 9, 2021
গত বছর আরেকটি লং মার্চ রকেটের একটি টুকরো পড়েছিল আইভরি কোস্টের একটি গ্রামে, যেখানে কোন হতাহত না হলেও স্থাপনার ক্ষতি হয়েছিল।
সাদিয়া বিনতে চৌধুরী/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ daily-sun.com, nytimes.com