বিজ্ঞানীরা মহাকাশে চার ধরনের নতুন সংকেতের সন্ধান পেয়েছেন যেগুলো দেখতে বৃত্তাকার। তন্মধ্যে তিনটি হলো শীর্ষের দিকে তুলনামূলক উজ্জ্বল এবং দেখতে রিং আকৃতির। আসলে এইগুলো কি সেই সম্বন্ধে বিজ্ঞানীদের কোনো ধারনা নেই।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির একজন জ্যোতির্বিজ্ঞানী এবং তার আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের টিম এগুলোকে ‘ORCs’ বা ‘Odd Radio Circles‘ হিসেবে অ্যাখায়িত করেছে। এগুলোর সন্ধান সর্বপ্রথম ২০১৯ সালের বিবর্তন মানচিত্রের একটি জরিপে পাওয়া গিয়েছিল। অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার যা বিশ্বের অন্যতম একটি সংবেদনশীল রেডিও টেলিস্কোপ- এর সাহায্যে এই বৃত্তাকার সংকেতগুলোর সন্ধান পাওয়া যায়।
সংবাদ মাধ্যমে গবেষকগণ মহাকাশের এই ছবিগুলোর মধ্যে এগুলোর বৃত্তাকার হওয়ার সাধারন বৈশিষ্ট্য তুলে ধরেন। গবেষকগণ বলেন, এই বৃত্তাকার পদার্থগুলো অনেক কিছুর প্রতিনিধিত্ব করতে পারে; যেমনঃ একটি সুপারনোভা, গ্রহের নীহারিকা, এছাড়া অন্যান্য নক্ষত্র তৈরির ছায়াপথ পর্যন্ত। যদিও কখনও কখনও এই পদার্থগুলোর সংকেতে ত্রুটি দেখা যায়।
গবেষকরা প্রাথমিকভাবে ভেবেছিলেন তাদের কোনো ত্রুটির কারনে এই ‘ORC’-সিগন্যাল গুলো অনুসন্ধানে এসেছিল। কিন্ত ২০১৩ সালের এক সংগৃহীত সংরক্ষিত ডাটা থেকে তাঁরা চতুর্থ ‘ORC’ আবিষ্কার করেন এবং তাদের সন্দেহটি আসল কিনা তা বের করার কাজে লেগে যান।
জ্যোতির্বিদরা বলেছেন তারা এখনও বৃত্তগুলো চিহ্নিত করতে পারেন নি, কিন্তু তারা অনুমান করেছেন এগুলো হয়ত, “জ্যোতির্বিজ্ঞানের কোনও এক নতুন শ্রেণি”।
আরও পর্যবেক্ষণে জানা গেছে, এই ‘ORC’ গুলো মহাকাশে ছায়াপথীয় অক্ষাংশে অবস্থান করছে এবং ব্যাসে প্রায় এক আর্কমিনিট। সাধারণ মানুষের ভাষায়, এগুলো রাতের আকাশে চাঁদের আকারের প্রায় ৩% এর সমান। তবে পৃথিবী থেকে এগুলো কতটুকু দূরত্বে অবস্থিত কিংবা এদের আকার এখনও অজানা।
টিম-টি বর্তমানে বিশ্বাস করে ‘ORC’-গুলোর জন্য যা যা ঘটেছে সব ছায়াপথের বাহিরে হয়েছে। সম্ভবত এগুলো ছায়াপথের বাহিরে অবস্থিত বিশাল গোলাকার কোনো তরঙ্গ সংঘর্ষের প্রতিরূপ হতে পারে।
গোলাকার তরঙ্গের সংঘর্ষ উৎপাদন করতে সক্ষম এমন বেশ কয়েকটি শ্রেণির ক্ষনস্থায়ী ঘটনা সম্প্রতি সন্ধান করা হয়েছে; যেমন দ্রুত রেডিও বিস্ফোরণ, গামা রে বিস্ফোরণ, নিউট্রন স্টার সংযোজন ইত্যাদি। যাই হোক ‘ORC’ গুলোর কৌনিক আকৃতি বৃহৎ হওয়ার কারণে কোনও কোনও গবেষক তাদের গবেষণায় লিখেন, “এই ধরনের ক্ষনস্থায়ী ঘটনার স্থানান্তর সুদূর অতীতে ঘটত।”
“এটিও সম্ভব যে ORC-গুলো নতুন নতুন ঘটনার প্রতিনিধিত্ব করতে পারে যেমন ছায়াপথে জেটগুলোর শেষপ্রান্তে এগুলো দেখা যায়। বিকল্পভাবে এগুলো ছায়াপথের বাহিরেও কিছু অংশের প্রতিনিধিত্ব করতে পারে।”
শামসুন নাহার প্রিয়া/ নিজস্ব প্রতিবেদক