মবিন সিকদার – বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হওয়ার গৌরব অর্জন করেছে। “নো কোম্পানি” নামের একটি জনপ্রিয় অকোম্পানির জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার পরিবার সহ দেশের সবাই এখন মহা আনন্দে কান্নাকাটি করছে।😛 – স্যাটায়ার । আসলেই তিনি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ? 😛
সিরিয়াস সংবাদে আসা যাক – মবিন শিকদারের কলেজ জীবনটা কেটেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। বর্তমানে পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষে। কলেজে পড়াকালীন সময়ে স্বপ্ন দেখতেন দেশের আনাচে কানাচে বিজ্ঞান চর্চার বীজ ছড়িয়ে দিতে। বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সবার সামনে সহজে উপস্থাপন করতে।
তারই ধারাবাহিকতায় শুরুটা হয়েছিল একটা বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে। ২০১৮ সালের ৩১ এপ্রিল যাত্রা শুরু করে ‘অরবিটাল’ নামের এই মাসিক ম্যাগাজিন। এখানেই থেমে থাকেনি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী নিয়ে আরও বড় পরিসরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে অরবিটাল ম্যাগাজিনের বদলে একটি সম্পূর্ণ অর্গানাইজেশনে পরিণত হয়েছে।
যাদের আছে নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, পেইজ এবং ইউটিউব চ্যানেল। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় নন প্রোফিট বিজ্ঞান প্লাটফর্মে পরিণত হয়েছে। মবিন সিকদার এবং টীম সাইন্স বী এর হাত ধরেই এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট। বর্তমানে পেইজ এবং গ্রুপ মিলিয়ে প্রায় সাড়ে ৫ লক্ষ শিক্ষার্থী সরাসরি বিজ্ঞান-প্রযুক্তি তথ্য গুলো দ্বারা উপকৃত হচ্ছে।
এছাড়া ওয়েবসাইটে রয়েছে ‘বিজ্ঞান ব্লগ‘ নামের একটি প্ল্যাটফর্ম। যেখানে নতুন লেখকদের বিজ্ঞানবিষয়ক লেখালেখির প্রতিভা ঝালাইয়ের পাশাপাশি অভিজ্ঞ লেখকদের বিভিন্ন তথ্যবহুল লেখার সম্মিলনও রয়েছে। বর্তমানে ব্লগে ৩০ জন লেখক নিয়মিত লিখছেন। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় তিনশোর বেশি লেখা।
ওয়েবসাইটের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো ‘প্রশ্নোত্তরে বিজ্ঞান‘। বাংলাদেশের সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তরের আর্কাইভ এটি, যেখানে আছে তিন হাজারের বেশি প্রশ্নোত্তরের চমৎকার সংগ্রহ। বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রশ্ন চাইলেই এখান থেকে খুঁজে নিতে পারছে শিক্ষার্থীরা।
রয়েছে প্রতিদিনের সংবাদ, ভিজুয়াল কনটেন্ট, কমিউনিটি লার্নিং। এ ছাড়া উত্তর না পেলে প্রশ্ন করার সুযোগও থাকছে এখানে। এমনকি বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং নতুন নতুন প্রশ্ন করার মাধ্যমে নিয়মিত পুরস্কারও জিতে নিচ্ছেন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা।
এছাড়াও বিজ্ঞানের প্রতিদিনের সর্বশেষ আপডেট বাংলায় পেতে এখানে রয়েছে “বিজ্ঞান সংবাদ” সেকশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রথম বিজ্ঞান ভিত্তিক নিউজ সেকশন। বাংলায় তথ্য আহরোণের নতুন দুয়ার খুলেছে এই নিউজ সেকশনের মাধ্যমে। বর্তমানে ৫০,০০০ রেজিস্ট্রার্ড মেম্বার রয়েছে সাইটটিতে।
এছাড়াও সাইন্স বী আয়োজন করে “লাইভ সাইন্স” নামে একটি ফেসবুক লাইভ শো! যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অসামান্য প্রতিভার স্বাক্ষর রাখা ব্যক্তিদের সরাসরি কথা শোনার এবং প্রশ্ন করার সুযোগ পান। এখন পর্যন্ত এই লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ২০১৯ সালের “নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ” প্রতিযোগিতার বিজয়ী টিম অলিক, প্রথম আলো এবং বিজ্ঞানচিন্তার সহসম্পাদক আব্দুল গাফফার রনি স্যার, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার-২০২০” বিজয়ী সাদাত রহমান এবং ওয়েব ডেভেলপার এবং লেখক ঝংকার মাহবুব ভাইয়া এবং সর্বশেষ অতিথি হয়ে এসেছেন পরিচালক,লেখক,প্রযোজক এবং হলিউডে বড় বড় মুভিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করা ওয়াহিদ ইবনে রেজা।সাইন্স নিউজ কর্তৃক নির্বাচিত ২০২০ সালের সেরা ১০ তরুণ বিজ্ঞানীর একজন তনিমা তাসনিম অনন্যা, ভিডিও নির্মাতা ফাতিহা আয়াত, ডাক্তার তাসনিম জারা, গুগলে কর্মরত অনিক সরকার সহ আরো অসংখ্য প্রতিভাবান ব্যক্তি এই লাইভ সেশনে অংশ নিয়েছেন৷
ইতোমধ্যে সাইন্স বী জিতে নিয়েছে ২ টি ন্যাশনাল এওয়ার্ড। ২০২১ সালের YSSE Global Education Award এবং ৭৫ টি ভলিন্টিয়ারি সংগঠনকে পেছনে ফেলে BYLC আয়োজিত ২০২১ সালের সেরা ভলিন্টারি সংগঠন হয় সাইন্স বী। বিস্তারিত পড়ুন এখানে, এখানে, এবং এখানে।
মবিন শিকদারের নিজস্ব ওয়েবসাইটঃ https://mobinsikder.com/