পিরিয়ডের সময় সহবাস করা কি নিরাপদ?
আপনাদের মনে যদি এমন প্রশ্ন থাকে পিরিয়ডের সময় সহবাস করা যাবে কি না?
উত্তরঃ হ্যাঁ,যাবে।
যদিও পিরিয়ডের সময় সহবাস করা অনেকটাই অগোছালো প্রকৃতির তবে তাও সেই সময় সহবাস করলে শ্বাসকষ্ট সহ অনেক রোগে থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
১। পিরিয়ড এর সময় সহবাস করলে মাংস পেশিগুলো প্রচন্ড উত্তেজনায় জরায়ুতে অবস্থিত সামগ্রীগুলো দ্রুত নিষ্কশন করে, এতে পিরিয়ডের সময় সংক্ষিপ্ত হয়।
২। পিরিয়ডের সময় সহবাস করলে মেয়েদের হরমোনজেন পরিবর্তনের কারণে সেক্স ড্রাইভ বৃদ্ধি পায়। (সেক্স ড্রাইভ হচ্ছে সহবাস করার প্রবণতা বৃদ্ধি পাওয়া)
৩। পিরিয়ডের সময় রক্ত প্রাকৃতিক লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে এসময় কৃত্রিম কোনো লুব্রিক্যান্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
৪। বেশির ভাগ মহিলারা পিরিয়ডের সময় তাদের মাইগ্রেনের ব্যথা অনুভব করেন। কিন্তু যেসব মহিলারা পিরিয়ডের সময় সহবাস করেছেন তারা বলেছেন, সহবাস করার ফলে পিরিয়ডের সময় তাদের মাইগ্রেনের ব্যথা অনুভব অনেকটাই কমে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি, পিরিয়ডের সময় সহবাস করলে মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তবে, পিরিয়ডের সময় সহবাস করলে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারেঃ
১। এইসময় সহবাস করলে শরীরে বা বিছানার রক্ত লেগে যেতে পারে।
২।এইচআইভি (HIV) বা হেপাটাইটিসের মতো যৌন সংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
পিরিয়ডের সময় সহবাস করলে কি গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা থাকে?
পিরিয়ডের সময় সহবাস করতে হলে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত, তা না হলে গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা থাকে। শুক্রাণু দেহে প্রবেশের পরে ৭ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, তাই পিরিয়ডের সময় গর্ভবর্তী হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
পিরিয়ডের সময় কেনো সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা দরকার?
পিরিডের সময় STI (Sexually transmitted infections) থেকে রক্ষা পাওয়ার জন্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা দরকার। পিরিয়ডের রক্তে এইচআইভি সহ আরও অনেক যৌন সংক্রমণ রোগের ভাইরাস থাকতে পারে। তাই এই সময় সহবাস করতে হলে ফার্মাসিস্ট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১। এইসময় সহবাস করার সময় বিছানায় যেন রক্ত না লাগে, সেই কারণে তোয়ালে ছড়িয়ে রাখতে পারেন বিছানায়।
২। একটি ভেজা কাপড় রাখতে পারেন, যেন শরীর বা বিছানায় রক্ত লাগলে তাড়াতাড়ি মুছে ফেলা যায়।
৩। পিরিয়ড চলাকালীন সময়ে সহবাস করতে হলে কনডম অব্যশই ব্যবহার করতে হবে। এ সময় কনডম ব্যবহার করলে অকাল গর্ভধারণ এবং STI থেকে রক্ষা পাওয়া সম্ভব।( STI হচ্ছে যৌন বাহিত সংক্রামক রোগ)।
যৌন জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ‘পিরিয়ড’। যৌনজীবন যতদিন আছে পিরিয়ড ততদিন থামবেনা। তাই মাসের অন্যান্য দিনগুলোর মতো পিরিয়ডেও যৌনতা উপভোগ করতে পারেন, কিছু সর্তকতা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে।
আমেনা আঁখি/নিজস্ব প্রতিবেদক