শনি গ্রহকে ঘিরে ঘুরছে ৮২টি চাঁদ এবং এই গ্রহ ও চাঁদের মধ্যকার tidal friction এর কারণে চাঁদগুলো গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে। নেচার এস্ট্রোনমি তে প্রকাশিত এক গবেষণায় গবেষকেরা ক্যাসিনি স্পেসক্রাফট হতে প্রাপ্ত দুটি পরিমাপক ব্যবহার করে টাইটান (শনির চাঁদ) এর কক্ষপথ সম্প্রসারণের হার গণনা করেছেন। এতে দেখা যাচ্ছে, টাইটান পূর্বানুমানের তুলনায় ১০০ গুণ দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে- অংকের হিসাবে যা প্রতি বছর প্রায় ১১ সে.মি.(৪ ইঞ্চি)।
ক্লাসিকাল থিওরি অনুযায়ী মনে করা হত শনির চাঁদ টাইটানের দূরে সরে যাওয়ার গতি অন্য চাঁদগুলোর তুলনায় কম, কারণ টাইটান শনির মহাকর্ষ প্রভাব থেকে দূরে রয়েছে।

২০১৬ সালে ড. জিম ফুলার ভবিষ্যতবাণী করে বলেন, বাইরের চাঁদগুলো ভেতরে থাকা চাঁদগুলোর মত একই গতিতে দূরে সরে যেতে পারে, কারণ তারা ভিন্ন ভিন্ন প্রকার কক্ষপথের প্যাটার্নের সাথে যুক্ত হয়ে থাকে। এই নতুন পরিমাপ গ্রহ-উপগ্রহের মিথস্ক্রিয়ার ক্ষেত্রে লক্ষণীয় এবং অন্যান্য প্ল্যানেটারি-মুন সিস্টেম, এক্সোপ্ল্যানেট এবং বাইনারি স্টার সিস্টেমের ক্ষেত্রেও খাটে।
ইউনিভার্সিটি অফ বলোনার বিজ্ঞানী ও গবেষণাদলের একজন গবেষক ড. পাওলো তোরতোরা বলেন- “সম্পূর্ণ ভিন্ন দুটি ডাটাসেট ব্যবহার করে আমরা যা ফলাফল পেয়েছি তা আমাদের নতুন তত্ত্ব (যা টাইটানের দ্রুত গতির কথা বলে) কে পুরোপুরি সমর্থন করে”।

টাইটানের এই দূরে সরে যাওয়ার গতি বুঝায় যে, এই পুরো শনি-টাইটান সিস্টেম পূর্বের ধারণার তুলনায় অনেক দ্রুত বিস্তৃত হয়েছে।
গবেষণাদলের প্রধান ও নাসার জেট প্রোপালশন ল্যাব এবং প্যারিস অবজারভেটরির গবেষক ড. ভ্যালেরি লেইনি বলেন- “এই ফলাফল শনির সিস্টেমের বয়স ও এর চাঁদ কিভাবে গঠিত হল এই অতি বিতর্কিত প্রশ্নে নতুন পাজল যুক্ত করেছে”।
উল্লেখ্য, টাইটান শনির বৃহত্তম চাঁদ। ক্যাসিনি শনি গ্রহকে ১৩ বছর প্রদিক্ষন করেছে এবং ২০১৭ সালের সেপ্টেম্বরে জ্বালানী শেষ হয়ে যাওয়ায় তা শনি গহে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যায়। এই দীর্ঘ সময়ে স্পেসক্রাফটটি পৃথিবীতে শনি গ্রহ সম্পর্কে বিপুল তথ্য ও সহস্রাধিক ছবি পাঠায়, যা এ সম্পর্কিত গবেষণাকে আরও ত্বরান্বিত করেছে। পৃথিবী থেকে আমাদের চাঁদের দূরে সরে যাবার হার প্রতি বছরে ১.৫ ইঞ্চি (৩.৮ সেন্টি মিটার)।
নুসরাত জাহান ফাইজাহ/ নিজস্ব প্রতিবেদক
+1
+1
+1
+1
+1
+1
+1