আমরা প্রায় প্রতিদিন গড়ে ২৬১৭ বার মোবাইলে টাচ করি এর মানে অবশ্যই এখানে ভাইরাস ব্যাকটেরিয়া থাকার সমূহ সম্ভবনা থাকে।
সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে অন্য সব বস্তুর থেকে মোবাইলেই করোনাভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে, তাও প্রায় ৯ দিন,যে বস্তুটি ছাড়া আমরা একমুহূর্ত চলতে পারিনা সেই বস্তুই এখন সবচেয়ে বিপদজনক যদি না আমরা সতর্ক হই।
অতিরিক্ত গুগল সার্চ,ফেসবুক কমেন্টের কারণে বাড়ছে কার্বন নিঃসরণ |
গবেষণায় দেখা গেছে স্মুথ গ্লাস, প্লাস্টিকে শর্তসাপেক্ষে প্রায় ৯ দিন করোনাভাইরাস সারভাইভ করতে পারে। যেসব সারফেসে ময়েশ্চারাইজার বেশি সেখানে করোনা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে।
একটি কাজ করা ও সাথে নোটিফিকেশন চেক
|
তাহলে এখন থেকে অবশ্যই মাথায রাখতে হবে যেখানে সেখান থেকে এসে মোবাইল টাচ করার আগে মোবাইলটি ৬০-৭০% অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে মুছে ফেলতে হবে। মোবাইল বন্ধ করে পরিস্কার করা উত্তম৷
করোনা ভাইরাসের সকল আপডেট |
আপাতত অন্যের মোবাইল ফোন ব্যবহার বিরত থাকতে হবে, যেখানে সেখানে নিজের মোবাইল ফোন ফেলে রাখা যাবে না। অ্যালকোহল ব্যতীত অন্য কোন ক্লিনার দিয়ে পরিস্কার করা যাবেনা৷
News Source : 1.Daily Mail
2.Newyork Post
3.BBC
4.Metro
করোনাভাইরাস প্রসঙ্গ-
১।রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
২।লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
৩।করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)
৪।ফ্যাক্ট চেক: (মিথ্যা) এক টুকরা লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস
৫।আমেরিকা বা চীনের ষড়যন্ত্র নয়।করোনাভাইরাস এসেছে প্রকৃতি থেকেই-গবেষণা