করোনাভাইরাস প্রতিরোধ করতে মানুষ একের পর এক উপায় খুঁজে বের করে চলেছেন। এমন পরিস্থিতিতে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় উঠে এসেছে এই ভাইরাসের জীবনীশক্তি বা স্থায়ীত্বকাল নিয়ে। কোন ধরনের বস্তুর সাথে কতোটা সময় বেচে থাকতে পারে এই জীবাণু।
বিজ্ঞানীদের দাবি, টিস্যু পেপারে তিন ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড-১৯ রোগের ভাইরাস। এমনকি প্রিন্টেড কোনো কাগজেও ৩ ঘণ্টার বেশি করোনা বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।
করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলো। ঠিক এমন সময়ে হংকংয়ের বিজ্ঞানীদের একটি গবেষণা প্রকাশিত হয়েছে।
সেখানে বলা হয়েছে, সার্জিক্যাল মাস্কে এক সপ্তাহ বা সাতদিন পর্যন্ত করোনাভাইরাস বেঁচে থাকতে পারে। এমনই তথ্য দিচ্ছে হংকংয়ের বিজ্ঞানীদের গবেষণা।
সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে অন্য সব বস্তুর থেকে মোবাইলে করোনাভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে, তাও প্রায় ৯ দিন, যে বস্তুটি ছাড়া আমরা একমুহূর্ত চলতে পারিনা সেই বস্তুই এখন সবচেয়ে বিপদজনক যদি না আমরা সতর্ক হই।
গবেষণায় দেখা গেছে স্মুথ গ্লাস, প্লাস্টিকে শর্তসাপেক্ষে প্রায় ৯ দিন করোনা ভাইরাস সারভাইভ করতে পারে। যেসব সারফেসে ময়েশ্চারাইজার বেশি সেখানে করোনা বেশিক্ষণ বেঁচে থাকতে পারে।
সোর্স ঃ Business Insider & The Lancet
করোনাভাইরাস প্রসঙ্গ-
- রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
- লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
- করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)
- ফ্যাক্ট চেক: (মিথ্যা) এক টুকরা লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস
- আমেরিকা বা চীনের ষড়যন্ত্র নয়।করোনাভাইরাস এসেছে প্রকৃতি থেকেই-গবেষণা
- করোনাভাইরাস স্মার্টফোনে প্রায় ৯ দিন জীবিত থাকতে পারে – গবেষণা
- করোনা ভ্যাকসিন বাজারজাত করতে বছর সময় লেগে যেতে পারে