প্রায় ৪৮ হাজার বাংলাদেশী মানুষের এই মুহূর্তে কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু কতজন তা মানছে? কেউ হাটবাজারে ঘুরছে, কেউবা রাস্তায় কিংবা চায়ের দোকানে চায়ের কাপে আড্ডা দিচ্ছে এভাবে কি আমরা করোনা যুদ্ধ জয় করতে পারবো?
এই সমস্যাগুলো দূরীকরণে বাংলাদেশের একদল তরুণ যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে তারা প্রযুক্তিভিত্তিক একটি অ্যাপ তৈরি করেন। যার নাম দেওয়া হয় করোনা সুরক্ষা এবং তরুণদের সেই দলটি হলো বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি “গেইজ-টেকনোলজী”
এই কোম্পানিটিকে সহযোগিতা করছে আইসিটি ডিভিশন, স্টার্টআপ বাংলাদেশ সহ সরকারের আইটি বিভাগ। অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে শনাক্ত করা যাবে। অ্যাপটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। তবে খুব শীঘ্রই অ্যাপটিতে আরো কিছু ডাটাবেজ সংযোজন করে এটি উন্মুক্ত করা হবে।
এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হল এমনই এক সিস্টেম যার মাধ্যমে খুব সহজেই অনেক কঠিন কাজ সম্পাদন করা যায়। অ্যাপটিতে মূলত কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ছবি নিয়ে তা একটি ডাটাবেজে সংরক্ষণ করা হয় এবং এই তথ্য সিকিউর করা থাকে। শুধুমাত্র অথরাইজড বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এই তথ্য দেখতে পারবেন।
যখন এই অ্যাপের মাধ্যমে কোনো ব্যক্তির মুখের ছবি স্ক্যান করা হয় তখন যদি অ্যাপটিতে থাকা কোয়ারেন্টাইনের নির্দেশনা প্রাপ্ত ব্যক্তিবর্গের ডাটাবেজের সাথে লোকটির মিল পাওয়া যায় তবে অ্যাপটি তাকে শনাক্ত করবে এবং দেখাবে যে লোকটি কোয়ারেন্টাইনে থাকার কথা! অ্যাপটির ডাটাবেজে যদি লোকটির ডাটা না থাকে তবে অ্যাপটিতে দেখাবে লোকটি কোয়ারেন্টাইন মুক্ত।
যার ফলে এই দুঃসময়ে যারা মাঠ পর্যায়ে মানুষকে ঘরমুখী করার জন্য কাজ করছেন, তারা খুব সহজেই শনাক্ত করতে পারবেন যে, কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। এতে করে খুব সহজেই তাদের ঘরে থাকা নিশ্চিত করা যাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশে এই ধরনের অ্যাপসের ব্যবহার খুবই কার্যকরী ভূমিকা রাখবে করোনা মোকাবেলায়। খুব শিগগিরই এর ব্যবহার শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনা সংক্রমণ রোধে একই ধাচের অ্যাপসের প্রয়োগ দেখা গেছে পৃথিবীর নানা দেশে। রাশিয়ার মস্কোতে বসানো হয়েছে প্রায় ১০ হাজার সারভেইলেন্স বা নজরদারি ক্যামেরা। কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করলেই সে তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে আইন শৃঙ্খলাবাহিনীর কাছে। এ কারণে বর্তমানে শহরটিতে আক্রান্তের হারও অন্যদেশের তুলনায় কম। একই পদ্ধতি ব্যবহার হয়েছে চীনের উহানেও।
সৈয়দ মহিউজ্জামান / নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস প্রসঙ্গ-
- রক্তের গ্রুপ ‘A’ হলে করোনা ঝুঁকি বেশি, ‘O’ হলে সবচেয়ে কম – বলছে চীনা গবেষণা
- লবণ মেশানো গরম পানি কি করোনা ভাইরাস প্রতিরোধ করে ?-না
- করোনা যেভাবে আপনার শরীরের নিয়ন্ত্রণ নিচ্ছে !(ইন্টারেক্টিভ ডিজাইনসহ)
- ফ্যাক্ট চেক: (মিথ্যা) এক টুকরা লেবুতেই ধ্বংস হবে করোনাভাইরাস
- আমেরিকা বা চীনের ষড়যন্ত্র নয়।করোনাভাইরাস এসেছে প্রকৃতি থেকেই-গবেষণা
- করোনাভাইরাস স্মার্টফোনে প্রায় ৯ দিন জীবিত থাকতে পারে – গবেষণা
- করোনা ভ্যাকসিন বাজারজাত করতে বছর সময় লেগে যেতে পারে