গত ২৪ জুন, ২০২১ এ অনুষ্ঠিত মাইক্রোসফট উইন্ডোজ প্রোগামে ঘোষণা করা হয়েছিল, কয়েকদিনের মধ্যেই Windows 10 ব্যবহারকারীরা ফ্রিতেই Windows ১১ পেয়ে যাবেন। উইন্ডোজ ১১ এসেছে একদম নতুন রুমে। আরও বেশি কাস্টমাইজেবল এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে গ্রাহকদের মধ্যে নতুন করে জায়গা করে সক্ষম হচ্ছে এই অপারেটিং সিস্টেমটি।
২৪ তারিখেই মাইক্রোসফট তাদের ওয়েবসাইটের বরাত জানিয়ে দিয়েছে, PC Health Check সফটওয়্যারটির মাধ্যমে গ্রাহক জানতে পারবে যে তাদের বর্তমান উইন্ডোজটি/ কম্পিউটারটি নতুন অপারেটিং সিস্টেমের জন্য সাপোর্টেড কিনা।
এতেই বাঁধে আসল বিপত্তি। বেশিরভাগ কম্পিউটারেই শো করে “This PC can’t run Windows 11” অর্থ্যাৎ সে নতুন অপারেটিং সিস্টেমের জন্য এপ্লিকেবল না। মূল যে সমস্যাটি হয়েছে তা হলো, নতুন এই সিস্টেমটি গ্রাহকদের মাদারবোর্ডে TPM Chip টি রাখতে বাধ্য করছে, প্রাইভেসি নিয়ে বেশ সতর্কতার কারণেই উইন্ডোজ এই চিপটি চাচ্ছে। TPM বা Trusted Platform Module Chip টি যদিও বেশিরভাগ মাদারবোর্ডে ইন-বিল্ট থাকে কিন্তু BIOS এ Enable করা থাকে না।
তো? এখন আপনি দুটো উপায়ে আপনার কম্পিউটারে Windows 11 ইনস্টল করতে পারবেন।
১. TPM Chip এনেবল করার মাধ্যমে
আপনার কাছে যদি ইতোমধ্যে Windows 11 ফাইলের ISO ফাইলটি থেকে থাকে, তাহলে আপনি খুব সহজে বায়োস থেকে টিপিএম চিপ এনাবল বা সক্রিয় করে উপরিউক্ত Error টি ঠিক করে ফেলতে পারবেন। TPM এনেবল করা আছে কিনা দেখতে আপনি Windows Key+R চাপলে যে বক্সটি আসবে সেখানে লিখবেন “tpm.msc“।
যদি TPM এনাবল করা না থাকে তাহলে নিচের ছবির মত বক্সটি শো করবে। কপিরাইট ইস্যুর কারণে ISO file টি শেয়ার করা সম্ভব হচ্ছে না।
TPM কিভাবে এনেবল করবেন?
আপনাকে প্রথমে BIOS Setting এ যেয়ে Options/Advanced ট্যাবে যেয়ে TPM এনেবল করতে হবে। স্পষ্টভাবে গাইডলাইন দেওয়া যাচ্ছে না, কারণ মাদারবোর্ডের বিভিন্ন ব্রান্ডের ভিত্তিতে বায়োস সেটিং বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি ইউটিউবে “BIOS Setting of (আপনার ব্রান্ডের মাদারবোর্ডের নাম)” লিখে সার্চ দিলেই আপনি পূর্ণাঙ্গ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন।
TTP এনেবল হয়ে গেলে PC Health Check এ “Check Now” তে ক্লিক করলে নিচের ছবির মতো বক্সটি দেখতে পারবেন।
TTP এনাবল হয়ে গেলে উক্ত ISO file (প্রায় ৪ জিবি) দিয়ে এই লিংকের নিয়ম অনুসারে মাউন্ট করে USB Pen drive দিয়ে খুব সহজে Windows 11 ইনস্টল করতে পারবেন।
২. Windows Insider প্রোগামের মাধ্যমে:
এটি সবচেয়ে সিকিউরড এবং লেটেস্ট পদ্ধতি। এজন্য আপনাকে এই লিংকে যেয়ে Windows Insider প্রোগামে রেজিস্ট্রেশন করতে হবে। যাবতীয় কাজ শেষ হলে আপনি চলে আসবে পিসির Settings এ। মাথায় রাখবেন ওয়েবসাইটে যে Windows account দিযে রেজিস্ট্রেশন করছেন, ঠিক একই একাউন্ট দিয়ে পিসিতে লগিন করা থাকে। লোকাল এডমিনিস্ট্রেশন থাকলে আপডেট আসবে না।
Settings> Update & Security> Windows Insider Program এ যেয়ে Get Started-এ Click করবেন এবং নিচের ছবির মতো নিয়মগুলো ফলো করুন, অথবা এই লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ সবাইকে, কোনকিছু না বুঝলে অবশ্যই নিচের কমেন্টবক্সে কমেন্ট করতে ভুলবেন না।
মবিন সিকদার,
প্রতিষ্ঠাতা, সায়েন্স বী