আকাশ নাকি দিন দিন উপরে উঠছে? এমন কথাটা কি শুনেছেন আপনি? না কি কখনো কল্পনা করতে পেরেছেন? মাথায় আকাশ ভেঙ্গে পড়ার কথা আমরা সবাই শুনেছি। কিন্তু আকাশ আরো উপরে উঠে যাওয়ার কথা কি আমরা জানি? সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় এমনটিই ধরা পড়েছে- পৃথিবীর বায়ুস্তর দিন দিন উপরে উঠে যাচ্ছে!
শুনতে অবাক লাগলেও, বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর তাপমাত্রা বাড়ার কারনেই এমনটি হচ্ছে। আমাদের সবচেয়ে কাছের বায়ুমন্ডল, অর্থাৎ আকাশের সবচেয়ে নিচু স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার (troposphere)। এ স্তরেই আবহাওয়াগত অধিকাংশ পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য বাতাসে পাওয়া অক্সিজেন এবং বসবাসের জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় রাখে।
গত ৪০ বছর ধরে একত্রিত তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই উপসংহারে পৌঁছেছেন যে, প্রতি বছর ট্রপোস্ফিয়ার প্রায় ৫০-৬০ মিটার গতিতে উপরে উঠছে।
ইউনিভার্সিটি অফ টরোন্টোর পরিবেশ বিজ্ঞানী জেন লিউ বলেন, “পৃথিবী জুড়ে আবহাওয়া এবং ভৌগোলিক অবস্থানভেদে আকাশের উচ্চতা বদল হয়। সেটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু আকাশের গড় উচ্চতা বেড়ে যাওয়ার পেছনে দায়ী পৃথিবীতে অতিরিক্ত পরিমাণে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি। এগুলোর ফলে বাড়ছে তাপমাত্রা, উপরে উঠছে আকাশ ।”
কিন্তু তাপমাত্রার সাথে আকাশের উচ্চতা বাড়ার সম্পর্ক কী সে প্রশ্নটি হয়তো অনেকের মনেই উঁকি দিয়েছে? আমরা জানি তাপমাত্রা বাড়ার সাথে সাথে জলীয় বা বায়বীয় কণার ঘনত্ব কমে যায়, এবং সে কণাগুলো হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক সেই নীতিটিই এখানে খাটছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে ট্রপোস্ফিয়ার যতো হালকা হচ্ছে, ততো উপরের দিকে উঠছে। শুধুমাত্র ১৯৮০ থেকে ২০২০ পর্যন্ত ট্রপোস্ফিয়ার আর সমতল ভূমির ব্যবধান প্রায় ২০০ মিটার বেড়েছে!
জেন লিউ এবং তাঁর দলের মতে, আকাশের এই উচ্চতা বৃদ্ধি আবহাওয়া ও জলবায়ুর ওপর খুব বেশি একটা প্রভাব ফেলবে না। তারপরও আমাদের অসাবধানতা এবং স্বার্থপরতা যে কীভাবে দিন দিন প্রকৃতিকে বদলে দিচ্ছে, আমাদের তা মনে রাখা উচিত। পরিবেশটাকে বাঁচাতে হলে আমাদের আরো সচেতন হতে হবে।
হাসিনাত রিফা/নিজস্ব প্রতিবেদক