বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল এর কথা আমরা কে না জানি। অ্যাপল কোম্পানি তাদের ম্যাকবুকে দীর্ঘদিন ধরে ইন্টেলের প্রসেসের ব্যবহার করে আসছে। তবে, গত নভেম্বরের ১০ তারিখে ওয়ান মোর থিং ইভেন্টে তারা এ-আর-এম উপর ভিত্তি করে তৈরি এম-১ প্রসেসরটি মুক্তি দেয় । এম -১ প্রসেসর এর জন্য টেক রিভিউয়ার, টেক এক্সপার্ট এবং সাধারন মানুষ থেকে প্রচুর প্রশংসা পায় অ্যাপল।
আগের, ম্যাকবুক গুলো ইন্টেল কোম্পানির নিয়ম কানুন মেনে অ্যাপল ইন্টেলের প্রসেসর ব্যবহার করত। তাই অ্যাপল তাদের নতুনত্বের ধারাবিহকতা বজায় রাখতে এম-১ প্রসেসর টি তৈরি করেন। এম-১ প্রসেসর টি অ্যাপেলের নতুন ম্যাক কম্পিউটারগুলি অর্থাৎ ম্যাকবুক এয়ার, ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং মিনি ম্যাকবুক ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করা হয়েছে।
সিঙ্গল-কোর সি-পি-ইউ বেঞ্চমার্ক স্কোরের উপর ভিত্তি করে অ্যাপলের এম-১ প্রসেসর অ্যাপলের ম্যাকবুকের সবচেয়ে দ্রুততম প্রসেসর হিসাবে গণ্য করা হয়। তাছাড়া, মাল্টি-কোর পারফরমেন্সের ক্ষেত্রে এই প্রসেসর অনেকগুলি হাই-ইন্টেল প্রসেসর এর ম্যাকবুককে হারিয়ে দিয়েছে।
প্রসেসরটি তৈরি করা হয়েছে এ-আর-এম প্রযুক্তি উপর ভিত্তি করে , যা কিনা ইন্টেল এর প্রসেসর চেয়ে ভিন্ন। এম-১ প্রসেসর পরিচিত লাভ করে তার বিশেষ কিছু বৈশিষ্ট্য কারনে যেমন : ৮ কোর সি-পি-ইউ, ৮ কোর জি-পি-ইউ, ইমেজ সিগনাল প্রসেসর, ইউনিফাইড মেমোরি, এস-এস-ডি কন্ট্রোলার ইত্যাদি এ সব-কিছুই সিঙ্গেল ৫ ন্যানোমিটার চিপে মধ্যে রাখা হয়েছে যা পুরো ম্যাকবুক বা ম্যাক মিনি কে নিয়ন্ত্রন করবে।
উল্লেখযোগ্যভাবে, এম-১ রয়েছে ইউনিফাইড মেমোরি যা সি-পি-ইউ এবং জি-পি-ইউ এক সাথে কাজ করতে সহায়তা করে যা ডেটা বিনিময় সহ অন্যান্য কাজ গুলোকেও করছে দ্রুত। এক্ষেত্রে, অন্যান্য প্রসেসরে ডেটা কপি করার মাধ্যমে অন্য সিস্টেমে ব্যবহার করতে হয় অর্থাৎ এই ফিচার এখনও অন্যান্য প্রসেসর তাদের অপারেশনাল সিস্টেমে নিয়ে আসতে পারে নি।
তাছাড়াও, এতে মেশিন লার্নিং কাজের জন্য নিউরাল ইঞ্জিন যা ভিডিও রিকগনিশন, এনক্রিপশন করতে সিকিউর এনক্লেভ, ম্যাথমেটিক ইনটেনসিভ ফাংশন পরিচালনা করার জন্য ডিজিটাল সিগন্যাল প্রসেসর রয়েছে যা মিউজিক ফাইল গুলো সংক্ষিপ্ত করতে সহায়তা করবে।
এছাড়া এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ব্যাটারি অপটিমাইজেশন। এই প্রসেসর দীর্ঘসময় কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে ব্যাটারি অপটিমাইজেশনও সাহায্য করবে, যেমন: ম্যাকবুক এয়ার এর ক্ষেত্রে ১৫ ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং বা ১৮ ঘন্টা ভিডিও স্ট্রিমিং করা সম্ভব হবে ফুল চার্জ ব্যাটারি নিয়ে। এই প্রসেসরে গ্রাফিক্সের এর কাজগুলো অন্যান্য কম্পিউটারের চেয়ে ৫ গুন দ্রুত করা যাবে।
প্রসেসর এর অন্যতম ডেভেলপার এরিক এঙ্গেম এর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায় যে, “এম-১ শুধু সি-পি-ইউ নয়, এখানে একটি প্যাকেজের মধ্যে কম্পিউটারের সম্পূর্ণ অপারেশনাল সিস্টেম কে নিয়ে আসা হয়েছে।”
অ্যাপল কোম্পানি এম-১ প্রসেসর টি বিশেষায়িত কাজের জন্য বিশেষায়িত চিপ ব্যবহার করছে যা ম্যাকবুক কম্পিউটার সিস্টেমে এর কার্যক্ষমতা দ্রুত করতে সক্ষম হয়েছে।
আল-আমিন/নিজস্ব প্রতিবেদক
এগুলো পড়ুন
মনোলিথ : দেখা মিলল এক রহস্যময় ধাতবস্তম্ভ ফেসবুক ও অ্যাপল এর প্রতিদ্বন্দ্বিতা: প্রযুক্তির দুনিয়া সরগরম |
তথ্যসূত্র : এ্যাপল , ম্যাক্রো রিউমারস