কী এই Y ক্রোমোজোম?
কীভাবে Y ক্রোমোজোমের ক্ষয় হয়?
গবেষকরা ডিএনএ-সম্পাদনা টুল CRISPR– ব্যবহার করে এই প্রশ্নের উত্তর পেয়েছেন। ইঁদুরের শ্বেত রক্তকণিকার Y ক্রোমোজোম ডিএনএ-তে ব্রেক প্রবর্তন করতে এই CRISPR প্রযুক্তি ব্যবহার করা হয়। বিশেষত শ্বেত রক্তকণিকা বেছে নেয়া হয়েছে কারণ শ্বেত রক্তকণিকা কোষে Y ক্রোমোজোমের ক্ষয় হওয়ার প্রবণতা বেশি থাকে। বিজ্ঞানীরা দেখতে পান, Y ক্রোমোজোমের ক্ষতির ফলে অল্পবয়সী ইঁদুরের উপর তাৎক্ষণিক প্রভাব না পড়লেও, পরবর্তীতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। যে ইঁদুরগুলোতে Y ক্রোমোজোমের ক্ষয় ঘটেছিল সেগুলো আগে মারা গেছে। ইঁদুরগুলোর হার্টের টিস্যুতে বেশি ফাইব্রোসিস দেখা গেছে। সেইসাথে দেখা যায় হার্ট ফেইলিউরের পরে হার্টের কার্যকারিতা আরও কমে গেছে। তবে গবেষকেরা হারানো হার্টের কার্যকারিতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
তারপরে তারা মানুষের মধ্যে Y ক্রোমোজোমের ক্ষতির প্রভাবগুলি মূল্যায়ন করেছেন। ইউ. কে. বায়োব্যাঙ্কের ডেটা বিশ্লেষণ করার মাধ্যমে যুক্তরাজ্যের ৫,০০,০০০ অংশগ্রহণকারীর চিকিৎসা ও জেনেটিক ডেটার একটি বৃহৎ ডাটাবেসে দেখা যায় যে, পুরুষরা তাদের শ্বেত রক্তকণিকায় ৪০% এরও বেশি Y ক্রোমোজোম হারিয়েছে তাদের মৃত্যুর ঝুঁকি ৩১% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তাদের কনজেস্টিভ হার্ট ফেইলিউর বা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি দুই থেকে তিনগুণ বেড়ে যায়।