করোনাভাইরাসের গুজব প্রতিরোধ করতে মেসেজ ফরওয়ার্ডিং সুবিধা সীমিত করেছে হোয়াটসঅ্যাপ। এপ্রিলের শুরুর দিক হতে তারা এ সিদ্ধান্ত কার্যকর করে ও এতে সুফলও পাওয়া গেছে।
গত এক সপ্তাহে গুজবের বিস্তার প্রায় ৭০ শতাংশ কমে গেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেসব মেসেজ ইতোমধ্যে পাঁচ বার ফরওয়ার্ড করা হয়েছে, তা আর মাত্র একবার ফরওয়ার্ড করতে পারবেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এতে করে গুজব ছড়ানোর হার অনেকাংশেই কমানো সম্ভব।
বিগত কয়েকদিন যাবত হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে অধিক পরিমাণ গুজব ছড়াচ্ছে, সিএনএন এবং আরো কয়েকটি সংবাদমাধ্যমের এরূপ অভিযোগের প্রেক্ষিতেই প্রতিষ্ঠানটি ফরওয়ার্ডিং সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নেয়।
টেকক্র্যাঞ্চ জানায়, প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনেকাংশেই সফল হয়েছে। বিশ্বব্যাপী ভুল তথ্যের বিস্তার প্রায় ৭০ শতাংশ কমে এসেছে এই প্ল্যাটফর্মটিতে।
প্রতিষ্ঠানটি এর আগে ২০১৮ সালেও একবার মেসেজ ফরওয়ার্ডিংকে সীমিত করেছিল। তখন একটি মেসেজ একসঙ্গে সর্বোচ্চ পাঁচ জনকে ফরওয়ার্ড করা যেতো। এতে মেসেজ ফরওয়ার্ড দুই বছরে প্রায় ২৫ শতাংশ কমে যায়।
হোয়াটসঅ্যাপের গৃহীত সিদ্ধান্তটি বর্তমান পরিস্থিতিতে একটি দৃশ্যমান ফল দিয়েছে। নতুন এই নিয়মটি বর্তমান পরিস্থিতিসহ ভবিষ্যতেও গুজব রোধে কাজে আসবে বলে তারা আশা করছে।
তাহমিদ শিহাব / নিজস্ব প্রতিবেদক