প্রাত্যহিক জীবনে আমাদের অনেক ঘটনা দেখেই মনে হয় যে এটা আমি প্রত্যক্ষ করেছি। বৈজ্ঞানীক ভাষায় যাকে বলা হয় “দেজা ভূ”।
ইহা একটি ফরাসি শব্দ যার অর্থ “ইতিপূর্বে দেখা”।
এরকম বেশিরভাগ ঘটনার ক্ষেত্রেই দেখা যায় ওই ঘটনা বাস্তবে প্রত্যক্ষ করার কোন প্রশ্নই উঠে না। ফরাসি মানসিক গবেষক এমিল বইরেক তাঁর “L’Avenir des sciences psychiques” বই এ দেজা ভূ এর কথা প্রথম উল্লেখ করেন। বিজ্ঞানীরা এখনও এর সঠিক কারণ সম্পর্কে এক মত হতে পারেন নি।
তবে কিছু বিষয়কে এর কারণ হিসেবে চিহ্নিত করা যায়। আমাদের মধ্যে ৬০% মানুষের জীবনে একবার হলেও দেজা ভু এর অভিজ্ঞতা রয়েছে।
ইহা সংঘটিত হওয়ার জন্য নিম্নোক্ত কারণগুলো উল্লেখযোগ্য-
* আপনি যখন কোন কিছু দেখেন বা কোন কিছুর অভিজ্ঞতা লাভ করেন হতে পারে যে ঘটনাটা আপনার সচেতন মনকে এড়িয়ে আপনার অচেতন মনে জায়গা করে নিলো। এর পর মুহুর্তে যদি আপনি সেটা সচেতন মনে খেয়াল করেন, তাহলে মনে প্রশ্ন জাগতে পারে আরে এটা আমি আগে কোথায় দেখেছি? অর্থাৎ দেজা ভু ঘটতে পারে।
* আমরা স্বপ্নে যা দেখি তার অনেক কিছুই আমাদের মনে থাকে না।
কিন্তু অচেতন মনে এটা বা এর কিছু অংশ থেকে যেতে পারে। বাস্তবে যখন আপনি সেই স্বপ্নের সাথে কোন কিছুতে মিল খুঁজে পান তখন আপনার দেজা ভু হতে পারে।
* শুধু স্বপ্নের সাথেই না, বাস্তব জীবনের কোন ঘটনাও আপনার অচেতন মনে থেকে যেতে পারে। পরবর্তীতে যদি অন্য কোথাও সে ঘটনার সাথে মিল খুঁজে পান তখন দেজা ভু হতে পারে।
* কোন ঘটনা ঘটলে আমরা আমাদের খুব পুরনো স্মৃতির সাথে এর মিল খুঁজে পেতে পারি। কিন্তু সেই পুরনো ঘটনা আমাদের স্মৃতিতে অস্পষ্টভাবে থেকে যেতে পারে। ফলে অতীতের সেই ঘটনা আমাদের ভালোভাবে মনে পরে না। ফলে দেজা ভ্যূ হতে পারে।
অনেক বিশেষজ্ঞ দেজা ভ্যু কে মানসিক রোগের সাথে মিলিয়ে দিয়েছেন। তাদের বর্ণনা অনুযায়ী দেজা ভ্যু তাদেরই হয় যাদের কিছুটা মানসিক সমস্যা আছে।
কিন্তু এর পক্ষে তারা কোন প্রমাণ দেখাতে পারেন নি। পৃথিবীর প্রায় ৬০%-৭০% মানুষ দেজা ভ্যুর মুখোমুখি হয়। তাদের বেশিরভাগেরই কোন রকম মানসিক সমস্যা নেই।
আর যারা দেজা ভ্যু এর সাথে অতিপ্রাকৃত ঘটনার সম্পর্কে খুঁজে পান তারাও কোন শক্ত প্রমাণ দেখাতে পারেন নি। আর তাই হলপ করে বলা যায় না যে দেজা ভ্যু হওয়াটা খারাপ কিছু।
দেজা ভ্যুর যে সকল কারণ আমরা দেখতে পাই সেগুলো থেকে দেখা যায় যে এগুলো মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়ে। আর তাই এটিকে খারাপ বা ক্ষতিকর কিছু হিসেবে অভিহিত করা যায় না।