“কলেজ/ভার্সিটি ড্রপ আউট”, এদেশে এই শব্দটির শোনার সাথে সাথে সমাজ এই শব্দের সাথে সম্পৃক্ত ব্যক্তির সমাজ থেকে যেন একঘরে করে রাখা হয় এবং তার দ্বারা যে কিছুই সম্ভব নয় তা একেবারে লিখে দেয় সমাজ৷
কিন্তু ড্রপ আউট হলেই বড় হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায় না। পাশ/রেজাল্ট স্বপ্ন পূরণের একটি ধাপ, একটি ধাপ নষ্ট হলেই সাফল্যের রাস্তা বন্ধ হয়ে যায় না।
প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয়,গ্র্যাজুয়েটরা চাকরিতে বেশি সুবিধা পেয়ে থাকেন এবং বেশি বেতন পান।কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ার সফল উদ্ভাবকদের দেখলে এ কথা ভুল প্রমাণিত হয়।
প্রথম পর্বের লিঙ্ক-https://bit.ly/2RfDYcX
দ্বিতীয় পর্বে আজ থাকছে এমন ১০ জন উদ্যোক্তার পরিচয় যারা কলেজ/ভার্সিটির গন্ডি পার হতে পারেননি তবে স্ব স্ব ক্ষেত্রে দেখিয়েছেন সাফল্য –
১)ম্যাট মুলেনওয়েগ– ১৯ বছর বয়সে ইউনিভার্সিটি অফ হিউস্টনে ফ্রেশম্যান থাকা অবস্থায় ম্যাট ওয়ার্ডপ্রেস প্রতিষ্ঠা করেন।তৃতীয় বর্ষে পড়া অবস্থায় তিনি ইউনিভার্সিটি ছেড়ে দেন ও সান ফ্রান্সিসকো তে কাজের জন্য চলে যান।
২)জেমস পার্ক– অন্য অনেক টেক-মোগলদের মত জেমস ১৯৯৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কিছুদিন চাকরি করার পর ২০০৭ সালে তিনি ফিটবিট প্রতিষ্ঠা করেন।
৩)বিল গেটস– মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ১৯৭৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।তিনি কর্তৃপক্ষের কাছে লেখা আবেদনপত্রে অনুপস্থিত জনিত ছুটি চেয়েছিলেন, যেন তাঁর পরিকল্পনা সফল না হলে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পারেন।
৪)কেভিন রস– ডিগের প্রতিষ্ঠাতা কেভিন রস নেভাদা ইউনিভার্সিটিতে পড়ার সময় টেকনিশিয়ান হিসেবে একটি নিউক্লিয়ার টেস্ট সাইটে কাজ করছিলেন।দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।
৫)ডেভিড কার্প– টাম্বলারের প্রতিষ্ঠাতা ডেভিড নিজের কলেজের পড়াশোনাই শেষ করেননি। ১৪ বছর বয়সে তিনি কলেজ ড্রপ আউট হয়ে যান ও টেক দুনিয়ায় কাজ করা শুরু করেন।
৬)ডাস্টিন মস্কোভিজ– হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মস্কোভিজ মার্ক জাকারবার্গ এর রুমমেট ছিলেন।জাকারবার্গকে সহায়তা করার জন্য তিনি খুব অল্প দিনের চেষ্টায় কোডিং ভাষা শিখে নেন।জাকারবার্গের সাথে তিনিও ড্রপ আউট হয়ে যান।
৭)জ্যান কৌম– হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জ্যান সান জোস ইউনিভার্সিটিতে পড়ার সময়ই সিকিউরিটি টেস্টার হিসেবে আরনেস্ট এন্ড ইয়াংয়ে কাজ করতেন।কর্মসূত্রে ইয়াহুতে যাওয়ার পর সেখানে তাঁর সাথে হোয়াটসঅ্যাপের আরেক প্রতিষ্ঠাতা ব্রায়াম একটনের পরিচয় হয়।জ্যান বলেছেন তিনি কখনোই স্কুল পছন্দ করতেন না।
৮)জন কলিশন ও প্যাট্রিক কলিশন– স্ট্রাইপের প্রতিষ্ঠাতা দুই ভাই জন ও প্যাট্টিক কলিশন আয়ারল্যান্ড থেকে বোস্টন চলে আসেন।প্যাট্রিক এমআইটি ও জন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।নিজেদের প্রথম বিজনেস আইডিয়া ‘অটোমেটিক’ বাস্তবায়ন করার জন্য তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।২০০৮ সালে তারা ৫৫ মিলিয়ন মার্কিন ডলার মুল্যের অটোমেটিক বিক্রি কর দেন ও মিলিয়নিয়ার বনে যান।
৯)ইভান উইলিয়ামস – টুইটারের সহপ্রতিষ্ঠাতা ইভান ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা-লিংকনে ভর্তি হয়ে দেড় বছরের মধ্যেই ড্রপ আউট হয়ে যান। তিনি বিশ্ববিদ্যালয় কে সময়ের অপচয় মনে করতেন।
১০)স্টিভ জবস– অ্যাপলের সিইও স্টিভ জবস রিড কলেজে ভর্তি হন। কিন্তু এক সেমিস্টার পরই তিনি কলেজ ছেড়ে দেন।তবে কলেজ এলাকায় থেকে তিনি নিজ পছন্দের ক্লাসগুলো করতেন।ক্যালিগ্রাফির ক্লাস থেকে তিনি টাইপফেসের আইডিয়া পান যা তিনি ম্যাক পারসোনাল কম্পিউটারে সংযোজন করেন।