“কলেজ/ভার্সিটি ড্রপ আউট”, এদেশে এই শব্দটির শোনার সাথে সাথে সমাজ এই শব্দের সাথে সম্পৃক্ত ব্যক্তির সমাজ থেকে যেন একঘরে করে রাখা হয় এবং তার দ্বারা যে কিছুই সম্ভব নয় তা একেবারে লিখে দেয় সমাজ৷
কিন্তু ড্রপ আউট হলেই বড় হওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায় না। পাশ/রেজাল্ট স্বপ্ন পূরণের একটি ধাপ, একটি ধাপ নষ্ট হলেই সাফল্যের রাস্তা বন্ধ হয়ে যায় না।
প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয়,গ্র্যাজুয়েটরা চাকরিতে বেশি সুবিধা পেয়ে থাকেন এবং বেশি বেতন পান।কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি দুনিয়ার সফল উদ্ভাবকদের দেখলে এ কথা ভুল প্রমাণিত হয়।
আজ থাকছে এমন ১০ জন উদ্যোক্তার পরিচয় যারা কলেজ/ভার্সিটির গন্ডি পার হতে পারেননি তবে স্ব স্ব ক্ষেত্রে দেখিয়েছেন সাফল্য –
১. পল অ্যালেন– মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন দুই বছর বোস্টনে প্রোগ্রামার হিসেবে কাজ করার ওয়াশিংটন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ড্রপ আউট হয়ে যান।
![]() |
২. রিচার্ড ব্র্যানসন– ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ছোটবেলায় ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত হন এবং এতে তাঁর পড়াশোনায় ব্যাঘাত ঘটে। স্কুলের হেডমাস্টার বলেছিলেন রিচার্ড হয়ত কয়েদি হবেন নয়ত মিলিয়নিয়ার হবেন।
১৫ বছর বয়সে তিনি ম্যাগাজিনে কাজ করার জন্য স্কুল ছেড়ে দেন।প্রকল্পটি সফল না হলেও তিনি পরবর্তীতে ভার্জিন রেকর্ড প্রতিষ্ঠা করে সফল হন।
![]() |
৩. মাইকেল ডেল – ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও মাইকেল ডেল ১৯৮৩ সালে ইউনিভার্সিটি অফ টেক্সাসে ভর্তি হন কিন্তু প্রথম বর্ষ শেষে ১৮০,০০০ ডলার মূল্যের কম্পিউটার বিক্রির ব্যবসায় লেগে পড়েন ও ড্রপ আউট হয়ে যান।
![]() |
৪.আরাশ ফেরদৌসী – ড্রপবক্সের সহপ্রতিষ্ঠাতা আরাশ এমআইটি তে কম্পিউটার সায়েন্সে পড়তেন।২০০৭ সালের গ্রীষ্মে সদ্য এমআইটি গ্র্যাজুয়েট ড্রিউ হিউস্টন আরাশের কাছে এসে ড্রপবক্সের আইডিয়ার কথা বলেন।আরাশ এই কাজে পুরোপুরি মনোনিবেশ করার জন্য লাস্ট সেমিস্টারে এসে ড্রপ আউট হয়ে যান।
![]() |
৫. ট্রাভিস কালানিক– উবার সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিক ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস থেকে ড্রপ আউট হয়ে যান বন্ধুদের সাথে স্কাউর নামক একটি সার্চ ইঞ্জিনে কাজ করার জন্য।
![]() |
৬.সিন পার্কার– হাইস্কুলের পঠনরত অবস্থায়ই সিন বিভিন্ন প্রোগ্রামিং ও কোডিং প্রজেক্টে কাজ করে প্রতি বছর ৮০,০০০ ডলার আয় করছিলেন।ফলে তিনি তাঁর বাবা-মাকে বোঝাতে সমর্থ হন যে তাঁর আর কলেজ যাওয়ার প্রয়োজন নেই।১৯৯৯ সালে তিনি বন্ধুদের সাথে মিলে গান ভাগাভাগি করার ওয়েবসাইট ন্যাপস্টার গঠন করেন।
![]() |
৭.ল্যারি এলিসন– ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ইচ্ছা ছিল মেডিকেল স্কুলে পড়ার।কিন্তু তা কখনো হয়নি। তিনি দুইবার আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি নিতে গিয়ে ব্যর্থ হন।দুইবার ড্রপ আউট হওয়ার পর তিনি ক্যালিফোর্নিয়া চলে যান এবং প্রযুক্তি দুনিয়ায় প্রবেশ করেন।
![]() |
৮.জ্যাক ডরসি– টুইটার ও স্কয়ারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি দুইবার ড্রপ আউট হন। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে পড়ার সময় টুইটারের আইডিয়া তাঁর মাথায় আসে এবং তিনি একটি প্রযুক্তি কোম্পানিতে কাজ করার জন্য চলে যান।
![]() |
৯.ড্যানিয়েল এক– সুইডেনে বেড়ে ওঠা স্পটিফাই এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও ড্যানিয়েল এক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কেটিএইচ রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন।কিন্তু মাত্র আট সপ্তাহ পরে তিনি ড্রপ আউট হয়ে যান এবং প্রযুক্তি দুনিয়ায় কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন।
![]() |
১০.মার্ক জাকারবার্গ– ফেসবুক সহপ্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ একজন ড্রপ আউট এই কথা এখন সকলেই জানে।দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যান এবং ফেসবুক কোম্পানিকে পুরো সময় দেয়ার জন্য পালো অল্টোতে চলে যান।
![]() |