বিজ্ঞানীরা এই প্রথমবারের মত পরীক্ষাগারে একটি ইঁদুরের সম্পূর্ণ জিনোম থেকে এইচ আইভি ভাইরাস নির্মূল করতে সক্ষম হয়েছেন।এজন্য ব্যবহৃত হয়েছে স্লো একটিং ড্রাগ ও জিন এডিটিং এই দুটি পদ্ধতি।
গত ২ জুলাই.২০১৯ এ একটি জার্নালে প্রকাশ হওয়া নিবন্ধে বলা হয়েছে,এই দুই পদ্ধতি ব্যবহার করে মানবজাতির মধ্য থেকেও এইচ আইভি ভাইরাস নির্মূল করা সম্ভব হবে।
আগামী গ্রীষ্মে কোনো মানুষের ওপর এই পরীক্ষাটি করার কথা রয়েছে।
নেব্রাস্কার একজন এইচ আইভি এক্সপার্ট ও ফিলাডেলফিয়ার একজন জিন এডিটিং এক্সপার্ট এর সমন্বয়ে গঠিত দল তাদের পাঁচ বছরের প্রজেক্টের ফলাফল প্রকাশ করেছেন।LASER ART নামক ওষুধ ও CRISPR Cas9 জিন এডিটিং পদ্ধতি ব্যবহার করেন তারা।
‘আমরা এটা বিশ্বাস করিনি।আমরা ভেবেছিলাম এটা গ্রাফের কোনো ভুল,যে ভাইরাস বাহিত কোষটি মারা গেছে’ – নেব্রাস্কা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের পরিচালক ড. হাওয়ার্ড ই জেন্ডেলম্যান বলেন।
প্রথমে কোনো জার্নাল ও এটা বিশ্বাস করেনি।কেউ ভাবতেই পারেনি যে এইচ আইভি সত্যিই নির্মূল হয়েছে।হাওয়ার্ড ও তার সহলেখক এবং বন্ধু নেব্রাস্কার টেম্পল ইউনিভার্সিটির কামিল খালিলি তাদের পেপারে ২০ টি পরিশিষ্ট ও চিত্র যোগ করেন এটা বিশ্বাস করানোর জন্য যে তাদের গবেষণালব্ধ ফলাফল কোনো ভুল নয়।অবশেষে নেচার পাবলিকেশনের সবুজ সংকেত পান তারা।
“অনেক দ্বিধা,আত্মনিষ্ঠা,প্রত্যাখ্যান আর দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই ফলাফল পাওয়া গেছে”- হাওয়ার্ড বলেন।
তথ্যসূত্র –
1.https://www.dailymail.co.uk/health/article-7205169/Scientists-eliminate-HIV-entire-genome-lab-mice-time-ever.html
2.https://www.nature.com/articles/s41467-019-10366-y