বিস্ময়করভাবে পাবজি পিসি গেইমের পাশাপাশি PUBG Mobile মাসে ১০০ মিলিয়ন এরও বেশি প্লেয়ার খেলেন। গেইমটি মোবাইলে ডাউনলোড ফ্রি হলেও বিভিন্ন ফিচার টাকা/ ডলার দিয়েই কিনতে হয়।
The Financial Times এর রিপোর্ট অনুযায়ী PUBG Mobile গত মাসে ১৪৬ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে টপ গ্রোসিং তালিকার প্রথমে উঠে এসেছে। Tencent Games শুধু PUBG Mobile থেকে প্লেয়ারদের আইটেম আর স্কিন ক্রয় করার থেকেই লাভ করেনি, বরং চায়নায় PUBG Mobile এর রিব্র্যান্ডিং গেইম Game for Peace থেকেও আয় করেছে।
Chinese brokerage Great Wall Securities এর তথ্যমতে, গত মাসে পাবজি (PUBG Mobile) ৭৬ মিলিয়ন ডলারের মতো আয় করেছিল, যেখানে Game for Peace এর আয় ছিল প্রায় ৭০ মিলিয়ন ডলার।
চায়না ভিডিও গেইম এর উপর বিভিন্ন নিয়ম আরোপ করেছে। গত মাসে Tencent, PUBG Mobile এর লাইসেন্স নবায়নে ব্যর্থ হওয়ায় চায়নায় Game for Peace চালু করে। গেমটি অনেকটা PUBG Mobile এর মতোই, তবে এতে রক্তপাতের দৃশ্য কম এবং দেশাত্মবোধকে কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো প্লেয়ার কিল হলে সেখানে সে PUBG Mobile এর মতো এলিমিনেইট না হয়ে উঠে দাঁড়ায় এবং গুড বাই জানায়। (https://twitter.com/SvendJoscelyne/status/1126069150407962624)
ফেব্রুয়ারিতে চায়না নতুন গেমস এর জন্যে লাইসেন্স প্রদান বন্ধ করে আগের গেমসগুলোকে টাইটেল এবং টাইম লিমিট দেওয়ার জন্য বলে। ২০১৭ তে Tencent তাদের The fantasy MOBA Honor of Kings গেমে ১২ বছরের নিচের শিশুদের দিনে সর্বোচ্চ ১ ঘন্টা এবং ১২-১৮ বছর বয়সীদের সর্বোচ্চ ২ ঘন্টার টাইম লিমিট দেয়।
বিশেষজ্ঞরা ভেবেছিলেন এই নিয়মগুলো Tencent এর মতো কোম্পানির আয় কমিয়ে দিবে, বিশেষ করে Game for Peace আনার পর। কিন্তু সাম্প্রতিক ডেটা থেকে বোঝা যায় Tencent তাদের প্লেয়ার ধরে রাখতে সক্ষম হয়েছে। Game for Peace এবং PUBG Mobile থেকে মোট মাসিক আয় ছিল ১৪৬ মিলিয়ন ডলার যেখানে একইসময়ে Honor of Kings এর আয় ১২৫ মিলিয়ন ডলার।