কেমন হতো যদি আপনার হাতের স্মার্টফোনটি মাটিতে অথবা ফ্লোরে পড়ে গেল,আর অবিশ্বাস্যভাবে সেটির কোন ক্ষতিই হলো না!
সাধের স্মার্টফোনটি হাত থেকে পড়লেও যাতে সুরক্ষিত থাকে, সেজন্য অভিনব এক উপায় বের করেছেন,অ্যালান বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী জার্মান প্রকৌশল শিক্ষার্থী ফিলিপ ফ্রেঞ্জ।
ফ্রেঞ্জের তৈরি এয়ারব্যাগটি কৃত্রিম চেতনাশক্তির মাধ্যমে বুঝতে পারবে স্মার্টফোন শূণ্যে ভাসছে কিনা। স্মার্টফোন যদি শূণ্যে ভাসমান অবস্থায় থাকে, তাহলে ফোনের চারপ্রান্ত থেকে বের হয়ে আসবে চারটি কাঁটা। আর এই কাঁটাগুলোই রক্ষা করবে হাত থেকে পড়ে যাওয়া স্মার্টফোনকে। অভিনব এই এয়ারব্যাগটি আসলে স্মার্টফোনের কেস ( কভার)।এর সুবিধা পেতে হলে, স্মার্টফোনের কভার হিসেবে এয়ারব্যাগটি ব্যবহার করতে হবে।
এয়ারব্যাগটি উদ্ভাবন করে ইতোমধ্যেই “German Society for Mechatronics 2018” প্রথম পুরষ্কার পেয়েছেন ফিলিপ ফ্রেঞ্জ।
বিশ্লেষকরা জানিয়েছেন, এটি ব্যবহারের ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের অর্থ অপচয়ের মাত্রা অনেকটাই কমে আসবে।বিশেষ করে ক্ষতিগ্রস্থ স্মার্টফোন ঠিক করতে কিংবা নতুন ফোন কিনতে যে অর্থ ব্যয় হয়, তা থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের রক্ষা করবে এয়ারব্যাগটি।
অনলাইন সাইট ভার্জ তাদের প্রতিবেদনে জানিয়েছে, অতি শীঘ্রই বাজারে পাওয়া যাবে এয়ারব্যাগটি।
Join us www.facebook.com/groups/ sciencebeefamily
+1
+1
+1
2
+1
+1
+1
+1