চামড়া কাটা ছাড়াই স্কিন ক্যান্সার এর মত রোগ নির্ণয় করা যাবে লেজার মাইক্রোস্কোপ দ্বারা। এই মাইক্রোস্কোপটি দ্রুত টিস্যু স্ক্যান করতে পারে এবং নিখুঁতভাবে টিস্যু মধ্যে অবাঞ্ছিত বা অসুস্থ কাঠামো নির্বাচন করতে পারে। অস্বাভাবিক সেল গঠন শনাক্ত করতে পেলে এটি কোন প্রকার চামড়া কাটা ছাড়াই সুনির্দিষ্ট সার্জারি সঞ্চালন করতে পারে ।
মাইক্রোস্কোপটি মাল্টিফোটন উত্তেজক হিসেবে কাজ করে এবং একটি আল্ট্রাফাস্ট ইনফ্রারেড লেজার বিম ব্যবহার করে জীবিত টিস্যুর গভীরতার প্রায় এক মিলিমিটার পর্যন্ত ইমেজিংয়ের এর সক্ষমতা রাখে। আগেকার প্রযুক্তির সাথে এই মাইক্রোস্কোপের পার্থক্য হচ্ছে এটা শুধুমাত্র জীবিত টিস্যুগুলো স্ক্যান করতেই পারদর্শী নয়, বরং লেজারের তাপকে ব্যবহার করে এটি রোগ নিরাময়েও ভূমিকা রাখতে পারে।
ত্বক রোগের চিকিৎসার এটি প্রয়োগ করা হলে, এই প্রযুক্তি চিকিৎসকদের অস্বাভাবিকতার সঠিক অবস্থানটি চিহ্নিত করতে, নির্ণয় করতে এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে সাহায্য করবে। এটি ত্বক, চোখ, মস্তিষ্ক বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামোর স্নায়ুসহ শরীরের যেকোনো অংশের চিকিৎসার কাজে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রের সাহায্যে পার্শ্ববর্তী টিস্যুগুলিকে প্রভাবিত না করেই রক্তবাহী টিস্যুগুলোর পথ পরিবর্তন করা যায়।
ত্বকের ক্যান্সারের মতো রোগ নির্ণয় এর জন্য এটি হতে পারে যুগান্তকারী আশীর্বাদ।
গবেষকরা মাল্টিফোটন মাইক্রোস্কোপটির প্রয়োগ আরো নিখুঁত এবং বিশদ করার জন্যে কাজ করে যাচ্ছেন। UBC (University of British Columbia)-র রোগবিদ্যা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট প্রবীন লেখক Haishan Zeng বলেন, “আমরা বিভিন্ন আঙ্গিক থেকে ত্বকের নিচে কি ঘটছে তা শনাক্ত করতে এবং বিভিন্ন অঙ্গের ইমেজিংয়ের ক্ষমতা তৈরি করতে সক্ষম হতে চাচ্ছিলাম।”
“এটা অর্জন করার পর, আমরা চিন্তা করছিলাম কেবল লেজারের শক্তিটিকে বাড়িয়ে এই ডায়াগনস্টিক ডিভাইসটিকে টিট্রম্যান্ট ডিভাইসে রূপান্তর করতে পারি কিনা!”
পরীক্ষণের ফলাফল হিসেবে তারা শুধুমাত্র ভিডিও রেইট ইমেজিং এর মাধ্যমে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন করতেই প্রথম সক্ষম হননি, বরং থেরাপিউটিক প্রয়োগের জন্যও তারা এই প্রযুক্তির বিকাশ ঘটান। এই প্রযুক্তির আরো বিশদ প্রয়োগ ও গবেষণা করার জন্যে গবেষকরা UBC-র যান্ত্রিক প্রকৌশল, বৈদ্যুতিক প্রকৌশল ও ওপথালমোলোজিসহ বিভিন্ন ডিপার্টমেন্ট এর সাথে কাজ করে যাচ্ছেন। গবেষকরা চেষ্টা করছেন এই প্রযুক্তির একটি মিনিয়েচার ভার্সন তৈরী করার জন্যে যার মাধ্যমে এন্ডোস্কোপির সময় মাইক্রস্কোফিক পরীক্ষা করা সম্ভব হবে।
এই গবেষনা দলের অন্যতম নেতৃত্বে ছিলেন UBC এবং BC Cancer এর ডিপার্টমেন্ট অব ডার্মাটোলোজি এবং স্কিন ক্যান্সারের প্রাক্তন পোস্টডক্টোরিয়াল ফেলো Yimei Huang। কানাডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চ, দ্য ন্যাশনাল কী বেসিক রিসার্চ প্রোগ্রাম অব চায়না, চায়না ন্যাশনাল নেচারাল সায়েন্স ফাউন্ডেশন, কানাডিয়ান ডার্মাটোলজি ফাউন্ডেশন এই কাজে সহযোগিতা করেছিল।