মঙ্গল গ্রহে অবতরণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র মনুষ্যবিহীন যান ‘ইনসাইট’।দীর্ঘ সাত মাসের ৩০০ মাইল যাত্রা শেষে
সোমবার মার্কিন স্থানীয় সময় বিকেল তিনটা ১০ মিনিটে মঙ্গল স্পর্শ করেছে এই যান।এটি নাসার ইতিহাসে মঙ্গলে অষ্টম সফল অবতরণের ঘটনা।
ইনসাইট’-ই প্রথম মানবসভ্যতার পাঠানো কোনও মহাকাশযান, যা ‘লাল গ্রহ’-এর মাটি খুঁড়বে।
এই মুহূর্তে ইনসাইট রয়েছে মঙ্গলের বিষুব রেখার কাছে ‘ইলিসিয়াম প্ল্যানিশিয়া’ নামের একটি জায়গায়, যাকে নাসা গ্রহটির ‘সবচেয়ে বড় পার্কিং স্পেস’ বলছে।
২০১৮ সালের ৫ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ভ্যান্ডেনবার্গ এএফবি থেকে ‘ইনসাইট’কে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়।
মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ থেকে শুরু করে ভূমিতে অবতরণ পর্যন্ত এর মোট সময় লেগেছে ৭ মিনিট। অবতরণের ৬ মিনিট পর যানটি থেকে মঙ্গলের প্রথম ছবি পৃথিবীতে পাঠানো হয়।
ইনসাইট’-এ রয়েছে ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্রের তৈরি ‘সিস’ যা মঙ্গলের কম্পনের মাত্রা পরিমাপ করবে।রয়েছে জার্মান এরোস্পেস সেন্টারের তৈরি এইচপি থ্রি যন্ত্র যা মঙ্গলের অভ্যন্তরে ১৬ ফুট পর্যন্ত পৌঁছে যাবে।
মঙ্গলের পাথরের স্তরে তাপমাত্রার পরিবর্তন, তেজষ্ক্রিয়তা পরিমাপ করবে এই এইচপি থ্রি যন্ত্র। মঙ্গলের ভিতরে কোনও তরল পদার্থ আছে কি না তা পরীক্ষা করবে রাইস নামের একটি যন্ত্র।
২০২০ সালে একটি রোভার মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হবে। সেই অভিযানের অংশ হিসেবেই কাজ করবে এই ‘ইনসাইট’।
নাসা’র মনুষ্যবিহীন এ যান মঙ্গলপৃষ্ঠ থেকে ১৬ ফুট গভীর পর্যন্ত খুঁড়তে সক্ষম। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৩০ লাখ ডলার।
+1
+1
+1
+1
+1
+1
+1