আন্তর্জাতিক কোনো ইউনিভার্সিটিতে ভর্তিতে ইংরেজীতে দক্ষতা যাচাইয়ের জন্য IELTS অথবা TOEFL স্কোর অনেক গুরুত্বপূর্ণ। তবে এর অন্যতম বিকল্প হিসেবে চালু হয়েছে ‘Duolingo English Test’ !
Doulingo আসলে অনলাইনে বিদেশী ভাষা শেখার মাধ্যম হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় এবং বর্তমানে এতে ইংরেজি টেস্টিং এক্সাম নেওয়া হয়। সবচেয়ে বড় সুবিধা পরীক্ষাটি চাইলে খুবই সহজে ঘরে বসে যেকোন সময় দেওয়া যায় এবং এই পরীক্ষা দিতে খরচ হবে মাত্র ৪৯ ডলার। যেখানে IELTS এ ১৪০ – ৩০০ ডলার এবং TOEFL এ ১৬০ – ২৫০ ডলার খরচ হয় । সেই তুলনায় Doulingo অনেকটা সাশ্রয়ী বলা যায়।
Doulingo টেস্ট কি?
TOEFL এবং IELTS এর মত Duolingo একটি অনলাইন পরীক্ষা যেখানে TOEFL এবং IELTS এর মত reading, listening, speaking এবং writing স্কিলের উপর পরীক্ষা নেওয়া হয়। Doulingo তে পরীক্ষার ধরনটা অনেকটা ভিন্ন।
এ পরীক্ষায় কিছুটা ভিন্নতা আছে আপনার দক্ষতাকে যাচাইয়ের জন্য! যেমন- কেউ যদি সঠিক উত্তর দেয় তাহলে তার জন্য পরের প্রশ্নটি আগেরটার তুলনায় একটু কঠিনতর করা হয়। অপরদিকে, কেউ যদি ভুল উত্তর দেয় তাহলে তার জন্য পরের প্রশ্ন সহজতর করা হয়। এতে কিছু প্রশ্নের মাধ্যমেই পরীক্ষার্থীর দক্ষতা যাচাই করে নেওয়া হয়।
কেন আমি Doulingo English test কে বেছে নিব?
বিশ্বের বেশিরভাগ পরীক্ষার্থী এই নতুন ইংলিশ টেস্টিং সিস্টেম নিয়ে উৎসাহ প্রকাশ করেছে। কেননা, যে কোন সময় যে কোন স্থানে বসে দেয়া যায় পরীক্ষাটি। আবার বিপরীতে, অনেকেই এই এক্সাম দিতে আগ্রহী নয় কেননা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শুধুমাত্র TOEFL এবং IELTS স্কোর গণ্য করা হয়।
TOEFL এর মাধ্যমে সর্বোচ্চ চারটি ইউনিভার্সিটিতে ফ্রিতে রেজাল্ট পাঠানো যায় এবং IELTS এর মাধ্যমে পাঁচটি ইউনিভার্সিটি তে পাঠানো যায়। কিন্তু এরপর যতবার পাঠানো হবে সে ক্ষেত্রে প্রায় ২০ ডলার খরচ হবে। কিন্তু Doulingo তে কোন প্রকার কোন চার্জ না হয় না রেজাল্ট পাঠাতে। এজন্যে TOEFL এবং IELTS এর তুলনায় Doulingo অনেক সাশ্রয়ী এবং জনপ্রিয় হচ্ছে খুব দ্রুত!
Doulingo একটি খুব ভালো পদ্ধতি যারা গতানুগতিক ইংরেজি টেস্টে ভালো করতে পারে না তাদের জন্য! যেখানে TOEFL এবং IELTS পরীক্ষায় প্রায় তিন ঘণ্টার মতো সময় লাগে সেখানে Doulingo পরীক্ষায় সর্বোচ্চ একঘন্টা প্রয়োজন হয়।
Doulingo English test কেন TOEFL থেকে ভিন্ন??
উভয় পরীক্ষাই হলো অনলাইন ভিত্তিক কিন্তু অনেকটা ভিন্নতা আছে উভয় পরীক্ষার মধ্যে। Doulingo টেস্ট আসলে ফরমাল পদ্ধতিতে নেয়া হয় যেখানে তেমন বড় কোন লেখা থাকে না যা পড়তে, শুনতে বা লিখতে হয়। আদতে পরীক্ষার আইটেমগুলো খুবই সংক্ষিপ্ত আকারে রাখা হয় Doulingo তে।
অন্যদিকে TOEFL এ বাস্তব পরিস্থিতি এবং বিশেষত একাডেমিয়ায় মুখোমুখি হওয়ার ব্যাপারে বেশি জোর দেওয়া হয়। TOEFL পরীক্ষায় প্রশ্ন গুলো আলাদা ভাবে reading, listening, speaking এবং writing নেওয়া হয় যেখানে Doulingo তে একত্রে একসাথে একটি পরীক্ষার মাধ্যমে সব ধরনের পরীক্ষা নিয়ে নেওয়া হয়। TOEFL এর পরীক্ষায় পুর্ববর্তী প্রশ্নের জবাব যাচাই করে পরবর্তী প্রশ্ন করা হয় না, কিন্তু Doulingo তে প্রতি প্রশ্নের উত্তরের ভিত্তিতে নতুন প্রশ্ন করা হয়।
Doulingo English test কেন IELTS থেকে ভিন্ন??
এখানে বড় একটা সুবিধা রয়েছে Doulingo তে কেননা IELTS এ দুইদিনে পরীক্ষা দিতে হয় সেখানে Doulingo তে এক ঘন্টা সময়ে সম্পূর্ণ পরীক্ষাটি সম্পূর্ণ হয়। IELTS এ কিছু আইটেম থাকে যেমন- multiple choice, short answer, short essay questions কিন্তু Doulingo তে এ ক্ষেত্রে নতুন নতুন ফরম্যাটে নিয়ে যাওয়া হয়।
আবার দেখা যায় বিন্যাসের ক্ষেত্রে Duolingo অভিযোজিত কিন্তু IELTS অভিযোজিত নয়। এর অর্থ হল Doulingo ইংরেজিতে দক্ষতা হওয়ার ব্যাপারটা খুব সহজেই মূল্যায়ন করতে পারে এবং কাজটি কম্পিউটার দ্বারা করা হয়। অন্যদিকে IELTS এ কম্পিউটার এবং কাগজ ভিত্তিক উভয় কাজ করতে হয়।
Doulingo এর গ্রহণযোগ্যতা –
প্রায় অর্ধেকের বেশি আমেরিকান ইউনিভার্সিটিতে IELTS ও TOEFL এর পরিবর্তে Doulingo গ্রহণযোগ্যতা পেয়েছে। অবশ্য Yale, Duke, Columbia এবং অন্যান্য স্কুলগুলোতে এর গ্রহণযোগ্যতা রয়েছে। তবে আস্তে আস্তে এই পরীক্ষার পরিসর বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
পরীক্ষায় কি কি থাকে?
এই পরীক্ষায় নতুন নতুন অনেক পদ্ধতি সংযুক্ত হয়েছে-
- শব্দ শুনে সেই শব্দকে শনাক্ত করা,
- লিখিত শব্দগুলোর পর্যালোচনা এবং আসল শব্দগুলো নির্বাচন করা,
- একটি পাঠ থেকে হারিয়ে যাওয়া শব্দগুলো সম্পূর্ণ করা,
- লিখিত বা উচ্চস্বরে কোন চিত্র বর্ণনা করা,
- নিজের বলা বাক্য নিজে রেকর্ড করে পাঠিয়ে দেওয়া,
- মৌখিকভাবে প্রশ্নের উত্তর দেওয়া,
- লিখিত প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া জানানো,
- শুনে শুনে একটি টপিকের উপর বিবৃতি লেখা।
এছাড়াও ভিডিও ইন্টারভিউর মাধ্যমে একটি টপিকের উপর কথা বলতে হবে যেখানে দুটি টপিক দেওয়া হবে যে কোন একটি বাছাই করে নিতে হবে।
Doulingo তে টেস্টের স্কোর কেমন?
কম্পিউটার ভিত্তিক স্কোরিং করা হয় পরীক্ষাটিতে। পরীক্ষায় অংশগ্রহণকারীরা নিয়ম অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করার জন্য Doulingo প্রক্টর ব্যবহার করে। এই প্রক্টর সম্পূর্ণ পরীক্ষা চলাকালীন ভিডিও রেকর্ড করেন। দুইজন পর্যালোচক সব সময় পর্যবেক্ষণ করেন। পরীক্ষা সম্পন্ন হলে পরীক্ষার্থীর দক্ষতা যাচাইয়ের ফলাফল ১০ থেকে ১৬০ মধ্যবর্তী স্কোরে দেখানো হয়।
যেসব প্রতিষ্ঠান Doulingo English Test এর অনুমতি দেয় সেসব প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশনের জন্য TOEFL কিংবা IELTS এর তুলনায় Doulingo খুবই বেশি কার্যকরী, সময়সাপেক্ষ এবং সাশ্রয়ী। তাই আপনার হাতে সময় থাকলে এখনি যাচাই করে নিন আপনার দক্ষতা!
সৈয়দ মহিউজ্জামান / নিজস্ব প্রতিবেদক
+1
2
+1
+1
+1
+1
+1
+1