এইডস আক্রান্ত রোগীদের জন্যে এতদিন পর্যন্ত না ছিলো কোনো প্রতিকার, না ছিলো কোনো ভ্যাক্সিন। এইডস হলেই ধুঁকে ধুঁকে মৃত্যু, ব্যাপারটা আসলে এমনই। কিন্তু সম্প্রতি এক গবেষণায় মানুষের উপর পরীক্ষা চালিয়ে ৯৭ শতাংশ সফলতা পাওয়ার পর এইচআইভি (HIV) এর টিকা নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে।
আমরা ইতোমধ্যে জানি যে, এইচআইভি ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে রোগী সহজেই অন্য রোগ দ্বারা আক্রান্ত হয়। এই টিকা মূলত এইচআইভি (HIV) ভাইরাসের দ্বারা রোগপ্রতিরোধ ক্ষমতাকে আক্রমণের গতিকে হ্রাস করে দেয়।
San Diego তে Scripps Research এবং International AIDS Vaccine Initiative (IAVI) এর তত্ত্বাবধানে ৪৮ জন ব্যাক্তির উপর এই পরীক্ষা চালানো হয়। এই ভ্যাক্সিনটি দেহের একটি দুষ্প্রাপ্য ইমিউন কোষকে টার্গেট করে সেটাকে শক্তিশালী করে তোলে, ফলে এইচ আইভি ভাইরাস আর দেহকে দুর্বল করে ফেলতে পারেনা।
এটি এতো উদ্দীপনা সৃষ্টি করার কারণ হচ্ছে এটিই প্রথম টিকা যা ৯৭% সফলতার মুখ দেখেছে। এর আগে ২০০৯ সালে একটি টিকা আবিষ্কৃত হয়েছিলো যার সফলতার হার ছিল কেবল ৩১ শতাংশ। এবং সেই ভ্যাক্সিনটির প্রতিরোধের সময়কালও ছিলো নির্দিষ্ট, প্রায় এক বছর। তাছাড়া এটি IAVI এবং Scripps Research এর যৌথ উদ্যোগে তৈরি। তাই সহজে এবং কম খরচেই এটি মানুষের মাঝে সহজলভ্য করা যাবে।
Scripps Research এর প্রফেসর Dr Dennis Burton বলেন, টিকা শাস্ত্রে এটি এক অভাবনীয় অর্জন।
HIV টিকা-টি মূলত তৈরি করা হচ্ছে ইমিউন বুস্টার হিসেবে কাজ করার জন্য। Germline-targeting প্রক্রিয়া এর মাধ্যমে সরল বি কোষগুলোকে একটিভ করা হয়। যা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসকারি প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে দেয়। Dr William Schief বলেন যে, “তারা অনেক আগে থেকেই সঠিক বি কোষ নির্বাচন করা নিয়ে গবেষণা করছিলেন। কেননা, সঠিক বি কোষ নির্বাচন করা না গেলে এই প্রক্রিয়াটি সফল হবে না।”
Fred Hutch’s Vaccine and Infectious Disease Division এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Dr Julie McElrath বলেন যে, এইচআইভি টিকা গবেষণায় এটি একটি মাইলফলক স্থাপন করেছে। এই ভ্যাক্সিন-টি সফলভাবে দিতে শুরু করলে বিশ্বব্যাপী ৩.৪ কোটি মানুষ হয়তো এই ভয়ংকর ভাইরাস থেকে মুক্তি পাবে।
জোবায়ের হোসেন সামস/ নিজস্ব প্রতিবেদক
তথ্যসূত্রঃ লাইভসায়েন্স, ইউরোপিয়ান ফার্মাসিউটিক্যালস রিভিউ