সুন্দর পিচাই ও গুগল
গুগলে ইন্টারভিউ দিতে এলেন যেদিন, কাকতালীয়ভাবে দিনটি ছিল গুগলের ইতিহাসে অন্যতম স্মরণীয় একটি মুহূর্ত- ২০০৪ সালের সেই দিনটিতেই জিমেইল চালু করে গুগল!
ইন্টারভিউতে নিজের জাত চেনাতে সময় নেননি পিচাই, প্রথম দফাতেই চাকরি পেয়ে গেলেন। জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটে গুগলের সার্চ টুলবারকে উন্নত করার জন্য নিয়োজিত ছোট একটি দলে কাজ শুরু করার মাধ্যমে।
সেখান থেকেই শুরু সাফল্যের পথচলা। গুগলের সার্চ টুলবারে দারুণ কিছু আইডিয়া যোগ করে গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের নজরে চলে আসেন তিনি।
সুযোগটি কাজে লাগাতে দেরি করেননি পিচাই, তাঁদের অনুমতি আদায় করে গুগলের নিজস্ব ব্রাউজার তৈরির পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়েন কাজে।
২০০৮ সালে চালু হওয়ার পর মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার আর মজিলা ফায়ারফক্সকে হটিয়ে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার হিসেবে পরিচিতি পেয়েছে গুগল ক্রোম।
সে বছরই পণ্য উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হন সুন্দর, কাজের পুরস্কার স্বরূপ চার বছরের মাথায় ক্রোম ও অ্যাপ বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের আসন অলংকৃত করেন।
তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। তার দূরদর্শিতা এবং তুখোড় ব্যবসায়িক চিন্তা ভাবনার কারণে গুগল অন্য কোম্পানিগুলোর উপর কর্তৃত্ব রেখে আসছে।
পিচাই এর মতে, সফলতার পাঁচটি শর্ত হলো:
• দূরদর্শিতা : টেকনোলজির ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে আপনাকে সব সময় সময় এর আগে চিন্তা করতে হবে। তা না হলে, কোন এক সময় ভবিষ্যত নিয়ে চিন্তা করা কেউ একজন আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। সুন্দর বলেছেন, তিনি সবসময় পরে কী হতে পারে সেটা নিয়ে ভাবার চেষ্টা করেন। তার কথার সত্যতার প্রমাণ পাওয়া যায় নোকিয়া বা ইয়াহু এর মত কোম্পানিগুলোর দিকে তাকালে।
• ক্ষমতায়ন : কোম্পানির কর্মীদের দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা না দেওয়া হলে তারা কখনোই কাজে তাদের শতভাগ দিবে না। তাই কোম্পানির উন্নতির জন্যই কর্মীদের ক্ষমতায়ন খুবই গুরুত্বপূর্ণ।
• নতুন আইডিয়া ভাবা : আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন; আপনার একটি ভালো আইডিয়া বা আবিষ্কার রাতারাতি পৃথিবীকে বদলে দিতে পারে। তাই সব সময় নতুন আইডিয়া নিয়ে ভাবুন। আজকের সব সাফল্যের গল্পগুলোও শুরু হয়েছিল একটা আইডিয়া দিয়ে।
• ঝুঁকি নিতে শেখা : সফলতার জন্য ঝুঁকি নিতে জানতে হবে। ঝুঁকি না নিলে আপনার বড় কিছু করার সম্ভাবনাও কমে যাবে। জীবন মানুষকে অনেক সুযোগ দেয়। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। কথায় আছে: Fortune favours the brave।
• লক্ষ্যে অবিচল থাকা : সুন্দর এর মতে, নিজের স্বপ্নকে তাড়া করে বেড়া, নিজের ভাল লাগার জিনিস করা খুবই গুরুত্বপূর্ণ। কোন কাজের জন্য প্যাশন থাকলে, সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি।