যুক্তরাষ্ট্র সরকার মুঠোফোন কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন কোম্পানি গুগুলের পণ্য এন্ড্রয়েড হুয়াওয়ে ফোনে তাদের সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। এন্ড্রয়েড এর পরবর্তী ভার্সন গুলো হুয়াওয়ে ফোনে আপডেট হবেনা।তবে গুগলের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমান ব্যবহারকারীরা গুগুল প্লে এবং গুগল প্লে প্রটেক্টের মত সুবিধাগুলো পেতে থাকবেন।
এতে বিপদের মুখে পড়বে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা। কারণ তারা মার্কিন প্রতিষ্ঠান গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্ভরশীল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে মার্কিন বাণিজ্য বিভাগ হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আওতায় মার্কিন কোন প্রতিষ্ঠান হুয়াওয়ের কাছে কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার পণ্য বিক্রয় করতে পারবে না।
বর্তমান ব্যবহারকারীরা আগের মতোই গুগলের সব অ্যাপ ডাউনলোড এবং আপডেট করতে পারবেন। গুগল প্লে সার্ভিসেসও আপডেট হবে বর্তমান ডিভাইসগুলোতে।কিন্তু চলতি বছরের শেষ দিকে যখন গুগল অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ বাজারে ছাড়বে, হুয়াওয়ের বর্তমান স্মার্টফোনগুলো সম্ভবত সেই আপডেট পাবে না, যদি না এর মাঝে সরকারি সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়।এছাড়া ভবিষ্যতের হুয়াওয়ে ডিভাইসগুলোতে ইউটিউব এবং ম্যাপের মতো অ্যাপ থাকবে না।অবশ্য ওপেন সোর্স লাইসেন্সের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে সংস্করণটি পাওয়া যাচ্ছে সেটি ব্যবহার করতে পারবে হুয়াওয়ে।
টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপাতত এটি ‘সরকারি নির্দেশ মেনে চলছে এবং এর প্রয়োগ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে’।
হুয়াওয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বর্তমান ব্যবহারকারীদের প্রয়োজনীয় প্রাযুক্তিক সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
বিবৃতিতে হুয়াওয়ে বলেছে, নতুন চালানের আগ পর্যন্ত বর্তমানে বাজারে থাকা সব হুয়াওয়ে এবং অনার স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য সিকিউরিটি আপডেট ও বিক্রয় পরবর্তী সেবা দেবে কোম্পানিটি। এই ব্যবস্থা বিশ্বজুড়ে বিক্রি হওয়া এবং বিক্রি না হওয়া কিন্তু বাজারে স্টকে থাকা সব সেটের ক্ষেত্রেই প্রযোজ্য।
‘বিশ্বজুড়ে সব ব্যবহারকারীকে সেরা এক্সপিরিয়েন্স দিতে আমরা নিরাপদ ও টেকসই সফটওয়্যার ইকোসিস্টেম গঠনের কাজ চালিয়ে যাবো।’